Advertisement
Advertisement

Breaking News

দক্ষিণ চিন সাগর নিয়ে পেন্টাগনকে চরম হুঁশিয়ারি দিল বেজিং

দক্ষিণ চিন সাগর নিয়ে প্রতিবেশী দেশগুলির সঙ্গে বেজিংয়ের বিরোধে নাক গলানোর চড়া মাশুল দিতে হবে আমেরিকাকে।

Chinese diplomat issues harsh warning before South China Sea verdict
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 7, 2016 2:03 pm
  • Updated:July 7, 2016 2:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত দক্ষিণ চিন সাগর নিয়ে আমেরিকাকে চরম হুঁশিয়ারি দিল বেজিং। চিনের সরকারি দৈনিক পিপলস ডেইলি-র দাবি, দক্ষিণ চিন সাগর নিয়ে প্রতিবেশী দেশগুলির সঙ্গে বেজিংয়ের বিরোধে নাক গলানোর চড়া মাশুল দিতে হবে আমেরিকাকে।

সংবাদপত্রের সম্পাদকীয়তে এই প্রতিবেদন প্রকাশ করেছে পিপলস ডেইলি। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিনীরা নাক গলানোর ফলে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক – উভয় স্থিতিশীলতাই ঝুঁকির মুখে পড়েছে। সম্পাদকীয়তে প্রকাশ, ওয়াশিংটনের জানা উচিত, সব কিছুরই চূড়ান্ত সীমারেখা থাকে। সেই সীমারেখা অতিক্রম করলে তার মাশুল দিতে হয়!

Advertisement

পিপলস ডেইলি চিনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র বলে পরিচিত। যার প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা যদি পরিণতির কথা না ভেবেই চাপ ও হুমকি দেওয়ার পথ বেছে নেয় তাহলে দক্ষিণ চিন সাগরে সম্ভাব্য উত্তেজনা আরো বাড়বে। ফলাফল খারাপ হলে সব দায় ওয়াশিংটনের উপরেই বর্তাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement