সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুলাইয়ের শুরুতেই শোনা গিয়েছিল কথাটা৷ উত্তরাখণ্ডের সীমা লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়েছে লাল ফৌজ৷ তবে, তাঁদের উপযুক্ত স্থানে ফিরিয়ে দেয় ভারতীয় সেনা৷ কিন্তু, দমে যায়নি ভারতের পূর্ব সীমান্তের বৃহত্তম প্রতিবেশী দেশ৷ ফের অনুপ্রবেশের ছক কষছে তারা৷ এমনটাই খবর মিলেছে গোয়েন্দা দফতর সূত্রে৷
শোনা গিয়েছে, চিনা সেনার বেশ কয়েকটি TupolovTu 153M এয়ারক্রাফ্ট চুপিসারে প্রবেশ করেছিল উত্তরাখণ্ডের বরাহোতি এলাকায়৷ অত্যাধুনিক এই এয়ারক্রাফ্টে রয়েছে সিন্থেটিক অ্যাপারচার ব়্যাডার৷ যা অনেক উপর থেকে হাই রেজোলিউশন স্যাটেলাইট ছবি তুলতে সক্ষম৷ এছাড়া বিমানটি ভূ-পৃষ্ঠের ৪০ হাজার ফুট থেকে ৬০ হাজার মধ্যে উড়তে পারে৷ ফলে সংশ্লিষ্ট এলাকার ব়্যাডারের স্ক্যানারেও এর অস্তিত্ব ধরা পড়ে না৷ এমনকী রাতের অন্ধকারেও এগুলি সমান দক্ষতার সঙ্গে কাজ করতে সক্ষম৷
এই অত্যাধুনিক অস্ত্র দিয়েই ভারতের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় জরিপ করে গিয়েছে চিনা সেনার দল৷ প্রায় পাঁচ মিনিট ভারতের আকাশে সেগুলি বিচরণ করেছে বলেই খবর৷ ভারতের কাছে এই তথ্য এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার থেকে৷ গোয়েন্দাদের ধারণা, ভারতের উত্তর পার্বত্য অঞ্চলে ফের অনুপ্রবেশের চেষ্টায় রয়েছে চিনা ফৌজ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.