Advertisement
Advertisement

এক সেন্টিমিটার জমিও ছাড়ব না, ট্রাইবুনালকে রণহুঙ্কার চিনের

"পূর্বপুরুষদের জমির এক ইঞ্চিও আমরা হারাতে পারব না৷"

China says 'can't lose one centimetre' of disputed area
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 15, 2016 4:58 pm
  • Updated:July 15, 2016 4:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ট্রাইবুনালের রায়কে গুরুত্ব না দিয়ে পাল্টা হুঙ্কার ছুঁড়ে দিল বেজিং৷ দেশের সার্বভৌমত্ব অটুট রাখাই চিনের প্রাথমিক লক্ষ্য বলে জানাল চিন৷ বিতর্কিত জমির এক ইঞ্চিও ছাড়া হবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন শীর্ষ চিনা কূটনীতিবিদ৷

(দক্ষিণ চিন সাগরে কর্তৃত্বের দাবিতে অনড় বেজিং)

Advertisement

স্টেট কাউন্সিলর ইয়াং জিয়েচি শুক্রবার বলেছেন, “চিন নিঃসন্দেহে বড় রাষ্ট্র৷ কিন্তু পূর্বপুরুষদের জমির এক ইঞ্চিও আমরা হারাতে পারব না৷” ইয়াংয়ের মন্তব্যেই স্পষ্ট, দক্ষিণ চিন সাগরের জলসীমা নিয়ে দ্য হেগ-এর আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় কোনওভাবেইও মেনে নিচ্ছে না বেজিং৷ চিনের দাবি, দক্ষিণ চিন সমুদ্রের উপর তাদের অধিকার দু’হাজার বছর আগে থেকেই প্রতিষ্ঠিত৷ বেজিংয়ের হুঁশিয়ারি, কোনও অবস্থাতেই চিনের সার্বভৌমত্ব খর্ব করা যাবে না৷

চিনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চাং ওয়াংকুন বলেছেন, “ট্রাইব্যুনালের রায় আমরা মানি না৷ ওই রায় জঞ্জালের গাদায় ফেলে দিন, আলমারিতে তুলে রাখুন বা আর্কাইভে পাঠান, আমাদের কিছু যায় আসে না৷ জোর করে তা কার্যকর করতে গেলে ভাল হবে না৷ দক্ষিণ চিনের সমুদ্র আমাদের৷ যখন ইচ্ছা, তখনই আমাদের নৌবাহিনী সেখানে টহল দেবে৷”

একইসঙ্গে চিন জানিয়েছে, তারা আশা করছে, দক্ষিণ চিন সমুদ্রের সন্নিহিত অন্য দেশগুলি এবং আসিয়ান গোষ্ঠীভুক্ত সমস্ত দেশ বিতর্কিত এলাকায় শান্তি ও বিমান পরিবহণ ব্যবস্থা বজায় রাখতে সাহায্য করবে৷ চিনের হুমকি, জাপানের দিক থেকে আক্রমণ এড়াতে তারা পূর্ব চিন সাগরে ‘এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন’ ঘোষণা করেছে৷ ওই এলাকা দিয়ে বিমান চলাচলের সময় বেজিংয়ের অনুমতি নিতে হয়৷

(চিনা উপকূলে রণতরী পাঠিয়ে সম্মুখ সমরে তাইওয়ান)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement