Advertisement
Advertisement

সীমান্তে ব্রহ্মস মিসাইল মোতায়েন ভারতের, আতঙ্কিত বেজিং

বিবৃতি জারি করে আশঙ্কা প্রকাশ বেজিংয়ের...

China expresses concern over India's plan to deploy BrahMos on border
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 25, 2016 6:59 pm
  • Updated:August 25, 2016 7:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-চিন সীমান্তে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক অ্যাডভান্সড ক্রুজ মিসাইল সিস্টেম মোতায়েন করায় ঘোরতর আতঙ্কে চিন৷ বৃহস্পতিবার চিনা প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, বেজিং আশা করেছিল দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি চায় নয়াদিল্লি৷ কিন্তু সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় না রেখে উল্টোটাই করেছে নয়াদিল্লি, অভিযোগ বেজিংয়ের৷

সম্প্রতি ভারত-চিন সীমান্তে ব্রহ্মস মিসাইল মোতায়েন করার তোড়জোর শুরু করেছে ভারতীয় সেনা৷ ভারত ও রাশিয়ার মধ্যে চুক্তি হয়েছে, সীমান্তে সেনা ও অসামরিক পরিকাঠামো নির্মাণে দুই দেশ একে অপরকে সহায্য করবে৷ ভারত-চিন সীমান্তে ব্রহ্মস মিসাইল মোতায়েন করার মধ্যে দিয়েই এই পরিকাঠামো বিনিময় প্রক্রিয়া শুরু হতে চলেছে৷ এদিকে, এশিয়ার দুই বৃহত্তম পরমাণু বোমা সমৃদ্ধ দেশের মধ্যে ক্রমবর্ধমান মতানৈক্য আন্তর্জাতিক মহলকে আশঙ্কায় রেখেছে৷

Advertisement

চিনা প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র ইউ কিয়ান জানিয়েছেন, দুই দেশেরই উচিত সীমান্তে শান্তি-শৃঙ্খলা রক্ষা করে চলা৷ কিন্তু ঘটনা হল, ১৯৬২ সাল থেকে ভারত ও চিনের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ মেটেনি৷ চিন বারবার দাবি করে এসেছে, হিমালয়ের ইস্টার্ন সেক্টরে ৯০ হাজার স্কোয়্যার কিলোমিটার ভূ-খন্ড অবৈধ উপায়ে দখল করে রেখেছে নয়াদিল্লি৷ পাল্টা ভারতের দাবি, চিন বেআইনি উপায়ে ৩৮ হাজার স্কোয়্যার কিলোমিটার ভূ-খন্ড দখল করে রেখেছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement