Advertisement
Advertisement

Breaking News

‘কাবালি’ ম্যানিয়ায় আস্ত প্রেক্ষাগৃহ ভাড়া সংস্থার

কেউ কর্মীদের জন্য গোটা হল বুক, কোথাও পালিত হচ্ছে ‘রজনীকান্ত কস্টিউম ডে’৷

Chennai Startups Book Entire Cinema Hall For Employees To Watch Rajnikanth-Starrer ‘Kabali’
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 17, 2016 5:11 pm
  • Updated:July 17, 2016 5:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাক্ষিণাত্যের কাছে এই শুক্রবারের গুরুত্ব একেবারেই আলাদা৷ কারণ, এক এবং অদ্বিতীয় ‘কাবালি’ রজনীকান্ত৷ ‘এন্থিরাণ’-এর নতুন রিলিজের টিকিটের চাহিদা ইতিমধ্যেই তুঙ্গে৷ সবাই চান ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে৷

রজনী ম্যানিয়ার ছোঁয়া লেগেছে কর্পোরেট দুনিয়াতেও৷ পরিস্থিতি এমন হয়েছে, চেন্নাইয়ের একটি প্রেক্ষাগৃহের সমস্ত টিকিট কিনে ফেলেছে ‘ফ্রেশ ডেস্ক’ নামে একটি সংস্থা৷ ‘কাবালি’র এই টিকিটগুলি বিলি করা হবে সংস্থার কর্মীদের মধ্যে৷ এটাই হবে তাঁদের উইকএন্ড উপহার৷

Advertisement

‘ফ্রেশ ডেস্ক’-এর মতোই রজনী ম্যানিয়ায় আক্রান্ত চেন্নাইয়ের আরও এক স্টার্ট আপ কোম্পানি৷ ‘দ্য সোশাল পিপল’ নামে এই সংস্থা নিজেদের কর্মীদের জন্য আয়োজন করেছে ‘রজনীকান্ত কস্টিউম ডে’র৷ সে দিনে ‘কাবালি’র পোশাক পরেই অফিসে আসবেন সবাই৷ থাকছে প্রতিযোগিতার ব্যবস্থাও৷ রজনীকান্তের ছবির সংলাপ থেকে তাঁর ছবির নাম চিনে নেওয়ার প্রতিযোগিতা৷ যে বলতে পারবে সে পাবে পুরস্কার৷ বাকিরা? মাইন্ড ইট!

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement