সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানদের সামনেই স্ত্রী’কে পুড়িয়ে মারল চেন্নাইয়ের এক ওলা ক্যাব চালক৷ রবিবার চলন্ত গাড়িতে স্ত্রী’র সঙ্গে বচসা বাধলে, স্ত্রী’র গায়ে জ্বালানি ঢেলে আগুন লাগিয়ে দেয় জয়রাম৷
এই ঘটনার প্রত্যক্ষদর্শী খোদ তাদের সন্তানরা৷ জানা গিয়েছে, রবিবার জয়রাম তার পরিবারের সঙ্গে গাড়ি করে বেড়াতে যাচ্ছিল৷ গাড়ির সামনে জয়রাম ও তার স্ত্রী প্রেমা বসেছিলেন এবং পিছনের সিটে বসেছিল তাঁদের দুই সন্তান৷ চলার পথেই জয়রাম এবং প্রেমার মধ্যে বচসা বাধলে, রাগের মাথায় জয়রাম প্রেমার গায়ে জ্বালানি ঢেলে আগুন লাগিয়ে দেয়৷ গাড়ির মধ্যে এমন ঘটনা ঘটিয়ে গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায় সে৷ অগ্নিদগ্ধ অবস্থায় প্রেমা নিজের প্রাণের কথা না ভেবে সন্তানদের গাড়ি থেকে বের করে দেন৷
এরপরই নিজের প্রাণ বাঁচাতে এবং গোটা ঘটনাকে দুর্ঘটনার রূপ দিতে প্রেমাকে হাসপাতালে নিয়ে যায় জয়রাম৷ কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও অবশেষে হেরে যান প্রেমা৷ কিন্তু মারা যাওয়ার আগে তিনি চিকিৎসকদের বলে যান, তাঁর স্বামীই এই ঘটনার জন্য দায়ী৷
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.