Advertisement
Advertisement

বিদায় ক্যামেরনের, ইংল্যান্ডের নয়া প্রধানমন্ত্রী টেরেসা মে

বিদায়ী প্রধানমন্ত্রী লন্ডনের একটি রেস্তোরাঁয় মশলাদার ভারতীয় খাবার খেয়েছেন৷

Changing of the Guard: British PM David Cameron Steps Down
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 14, 2016 12:47 pm
  • Updated:July 14, 2016 12:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১০ সালে যখন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের এই সরকারি বাসভবনে তিনি এসেছিলেন তার পরেই সেখানে আসে ল্যারি৷ প্রধান উদ্দেশ্য ছিল বাড়ির উপদ্রব ইঁদুরগুলোকে তাড়ানো৷ কিন্তু কীভাবে যেন খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে দোস্তি হয়ে যায় তার৷ তার পর থেকে কেজো কিংবা অকেজো প্রয়োজনে যাঁরাই এসেছে ডেভিড ক্যামেরনের কাছে তাঁদের কাছে অতি পরিচিত মুখ ল্যারি৷ দ্য ক্যাট৷ ক্যামেরনের অতি আদরের পোষ্য৷ ব্রেক্সিট-এর ফল ঘোষণা হওয়ার আগেই ডাউনিং স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল ল্যারি৷

ব্রেক্সিট-ও গণভোটের সংখ্যাগরিষ্ঠতায় সিলমোহর পেয়ে যায়৷ বুধবার ডাউনিং স্ট্রিট ছেড়ে চলে গেলেন ডেভিড ক্যামেরন৷ সরকারিভাবে দায়িত্ব নিলেন টেরেসা মে৷ মার্গারেট ‘আয়রন লেডি’ থ্যাচারের পর লন্ডনের পার্লামমেন্টে দ্বিতীয় প্রমীলা প্রধানমন্ত্রী৷ ডাউনিং স্ট্রিটের পরবর্তী দাবিদার৷ বুধবার সকাল থেকেই বাড়ির বাইরে ঘোরাঘুরি করতে দেখা যায় ল্যারিকে৷ সে-ও বোধহয় বুঝতে পেরেছিল তার প্রভু ক্যামেরন এই বাড়ি থেকে চলে যাচ্ছেন৷ কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে যে অধিকারী বদল হলেও ল্যারি ডাউনিং স্ট্রিটেই থাকবে৷ কিন্তু তার মন যে খারাপ তা স্পষ্ট৷ মন খারাপ ব্রিটিশদের একটা বড় অংশেরও, যাঁরা ব্রেক্সিটের বিপক্ষে ভোট দিয়েছিলেন৷ তা সত্ত্বেও তারই মধ্যে সারা হল হাতবদল প্রক্রিয়া৷ শপথ নিলেন টেরেসা মে৷ বৃহস্পতিবারই জানানো হবে পরবর্তী নির্বাচনের দিন৷ মে-র সঙ্গী হিসাবে পার্লামেন্টে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেল৷ ক্যামেরনের উত্তরসূরি হিসাবে টেরেসা মে-ই যে যোগ্যতম প্রাথী, এই মর্মে জোরদার প্রচার চালানোর পুরস্কার হিসাবেই এই দায়িত্ব পেতে পারেন তিনি৷

Advertisement

অন্যদিকে, বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ‘লাস্ট সাপার’ জমে উঠল ভারতীয় রসনার আস্বাদে৷ হায়দরাবাদি জাফরানি মুর্গ, কাশ্মীরি রোগান জোশ, নশেলি গোস্ত, মিক্সড গ্রিল ল্যাম্ব, চিকেন ঝালফ্রেজির গন্ধে ম ম করল ১০, ডাউনিং স্ট্রিট৷ সেন্ট্রাল লন্ডনের ‘কেনিংটন তন্দুরি’ ভারতীয় রান্না তদারকির দায়িত্ব নিয়েছিল৷ শিঙাড়াও ছিল ‘স্টার্টারে’৷ এছাড়াও সাগ আলু, সাগ পনির, পালক গোস্ত, নান রুটি কিংবা ভাত- পুরোপুরি ‘লা জবাব’ ভারতীয় মেনুতে সেজে উঠেছিল ক্যামেরনের থালি৷ ওয়েস্টমিনস্টার এলাকায় সব দলের রাজনীতিবিদদেরই পছন্দ এই বিশেষ রেস্তোরাঁর ভারতীয় খাবার৷ ‘প্রিটি হট অ্যান্ড স্পাইসি’ ভারতীয় খানাই ‘মনপসন্দ’ স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রীরও৷ এদিন নৈশভোজে ছিলেন তাঁর স্ত্রী সামান্থা শেফিল্ড, কন্যা ন্যান্সি গেইন, ফ্লোরেন্স রোজ এন্ডেলিয়ন, পুত্র আর্থার এলওয়েনও৷ সপরিবারে ভারতীয় খানায় মজলেন সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী ক্যামেরন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement