Advertisement
Advertisement

Breaking News

ঈদের ছুটিতে বদলাল পরীক্ষাসূচি

বৃহস্পতিবার ঈদের ছুটি ঘোষণা হওয়ায় পরীক্ষাসূচি বদল করল রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়৷

change in examination scedule due to eid
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 6, 2016 9:29 am
  • Updated:July 6, 2016 9:37 am  

স্টাফ রিপোর্টার:  আগামিকাল, বৃহস্পতিবার ঈদের ছুটি ঘোষণা হওয়ায় পরীক্ষাসূচি বদল করল রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়৷ ওইদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি দ্বিতীয় বর্ষের প্র্যাকটিক্যাল বিষয়ের পরীক্ষা ছিল৷ ওই পরীক্ষাসূচি বদল করা হয়েছে৷

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুজিত বড়ুয়া জানান, স্নাতক স্তরের পাশাপাশি ওই দিন স্নাতকোত্তরেরও কিছু পরীক্ষা ছিল৷ সেগুলি স্থগিত রাখা হয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দ্রুত নতুন পরীক্ষাসূচি ঘোষণা করা হবে৷ পরিবর্তিত হয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েরও পরীক্ষাসূচি৷ বিশ্ববিদ্যালয়ের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, আজ, বুধবার রথের ও বৃহস্পতিবার ঈদের ছুটি রয়েছে৷ বৃহস্পতিবার যে যে পরীক্ষা ছিল সেগুলি স্থগিত রাখা হচ্ছে৷ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.rbu.ac.in-এ দ্রুত নয়া পরীক্ষাসূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হবে৷ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ডেও পরীক্ষাসূচি তুলে দেওয়া হবে৷

Advertisement

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার জানান, ওইদিন কোনও পরীক্ষা নেই৷ তাই সূচি বদলের প্রয়োজন হয়নি৷

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement