Advertisement
Advertisement

Breaking News

ধ্বংসের মুখে কিশোরের স্মৃতি বিজরিত হস্টেল

যেখানে তাঁর কাছে ক্যান্টিন মালিক পেতেন ‘পাঁচ রুপাইয়া বারা আনা’৷

Century-old hostel of Indore Christian College turned into a ruin, where Kishore Kumar once lived
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 4, 2016 3:19 pm
  • Updated:August 4, 2016 3:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৪৬ থেকে ১৯৪৮৷ মাত্র দুই বছর ছিলেন ইন্দৌর খ্রিষ্টান কলেজের হস্টেলে৷ মাঝপথে পড়াশোনা ছেড়ে চলে এসেছিলেন মুম্বইতে সংগীতশিল্পী হতে৷ তারপরের ঘটনা সবারই জানা৷ তবে, স্মৃতির অতলে একটা বড় দায় রয়ে গিয়েছিল ইন্দৌরের সেই হোস্টেলে৷ ক্যান্টিন মালিক পেতেন ‘পাঁচ রুপাইয়া বারা আনা’৷

হাফ টিকিটে বলিউডে সওয়ার হয়েও সেই স্মৃতি তাঁর পিছু ছাড়েনি কিশোর কুমারের৷ সেই ‘পাঁচ রুপাইয়া বারা আনা’ উঠে এসেছিল গানের কথায়৷

Advertisement

অমর শিল্পীর স্মৃতি বিজরিত সেই কলেজ হস্টেলই আজ ধংসপ্রায়৷ গত দুই দশক ধরে খালিই পড়ে রয়েছে সেই খ্রিষ্টান কলেজের সেই হোস্টেল৷ যেখানে ভাই অনুপ কুমারের সঙ্গে থাকতেন কিশোর৷ পড়াশোনার পাশিপাশি রাতে চলত কতই না গান-গল্প-আড্ডা৷

কলেজের অধ্যক্ষ অমিত ডেভিড জানান, হস্টেলের ৬০টি ঘরের একটিও থাকার মতো অবস্থায় নেই৷ বিপজ্জনক আখ্যা দেওয়া হয়েছে গোটা বিল্ডিংটিকে৷ ভেঙে ফেলা ছাড়া আর কোনও উপায় নেই৷ তবে, কিশোর কুমার সুরের যে ম্যাডনেস রেখে গিয়েছেন৷ তা হামেশা অক্ষুন্ন থাকবে তাঁর অনুরাগীদের মনে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement