Advertisement
Advertisement

Breaking News

বঙ্গ বিজেপিকে অনুশাসনের পাঠ দিতে আসছে কেন্দ্রীয় টিম

প্রশিক্ষণ শিবিরে দলের সেলিব্রিটি নেতা-নেত্রীদের উপস্থিতিও বাধ্যতামূলক৷

Central team of BJP is coming to city
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 18, 2016 2:27 pm
  • Updated:August 18, 2016 2:27 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: টানা তিন রাত্রিবাস৷ চারদিন কোনও ছুটি নেই৷ সকাল থেকে রাত পর্যন্ত বাধ্য ছাত্রের মতো করতে হবে ক্লাস৷ শুধু শেখাই নয়, প্রয়োজনে পড়াও ধরতে পারেন শিক্ষকরা৷ মোদি-অমিত শাহদের নির্দেশে বঙ্গ বিজেপির একেবারে বাছাই করা টিমকে প্রশিক্ষণ দিতে আসছে কেন্দ্রীয় টিম৷ আড়াইশোর উপর নেতাকে ১৭টি বিষয়ের উপর প্রশিক্ষিত করে তোলা হবে৷ দিল্লি থেকে আসা কেন্দ্রীয় নেতা তথা প্রশিক্ষকদের ক্লাসের জন্য প্রস্তুতি নিতেও শুরু করে দিয়েছেন ছাত্র তথা রাজ্য নেতারা৷

সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও আরও একনিষ্ঠ কর্মী চান নরেন্দ্র মোদি৷ এমন নেতা-কর্মী চান যাঁরা বিজেপির ভাবধারার সঙ্গে ভাল রকম পরিচিত থাকবেন৷ একেবারে নিচুস্তরের নেতা থেকে শুরু করে রাজ্যস্তর পর্যন্ত বাছাই করা নেতাদের মনের মধ্যে দলের মতাদর্শ, নিয়মানুবর্তিতাগুলিকে একেবারে গেঁথে দেওয়াটাই আসল উদ্দেশ্য৷ সে জন্যই একেবারে মণ্ডলস্তর থেকেই প্রশিক্ষণ শুরু হয়েছে৷ এবার রাজ্য নেতাদের পালা৷ ২৬ থেকে ২৯ আগস্ট হলদিয়ায় চারদিন ধরে চলবে এই প্রশিক্ষণ৷ একাত্ম মানব দর্শন, অনুপ্রবেশ, বিজেপির ইতিহাস-বিকাশ, সংঘ পরিবার ও বিচারধারা, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প-সহ মোট ১৭টি বিষয়ের উপর ক্লাস নেবেন এক একজন বক্তা৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) রামলাল, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, সিদ্ধার্থনাথ সিং, শিবপ্রকাশ-রা তো থাকছেনই, এছাড়াও শিক্ষকের ভূমিকায় দেখা যেতে পারে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকে৷ রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানান, এখনও পর্যন্ত ২৮০ জন প্রশিক্ষণ শিবিরে অংশ নেবেন বলে ঠিক রয়েছে৷ রাজ্যের পদাধিকারীরা ছাড়াও জেলা সভাপতি, মোর্চার সভাপতিরাও থাকছেন বলে খবর৷ রাজ্য বিজেপির অন্যতম সম্পাদক সায়ন্তন বসুর কথায়, দলে প্রশিক্ষণটা নিয়মিত প্রক্রিয়া৷ দলীয় সূত্রে খবর, বাংলায় দলের ভিত মজবুত করতে ‘ডেডিকেটেড’ কর্মী তুলে আনতে চাইছে বিজেপি৷ আর একেবারে নিচুস্তর থেকে প্রশিক্ষণের মাধ্যমেই সেই কাজ শুরু হয়েছে৷ লোকসভা নির্বাচনের আগে দলের সর্বস্তরের নেতৃত্বকে সমস্ত দিক থেকে শিক্ষিত করে তোলাই লক্ষ্য৷ চারদিনের এই প্রশিক্ষণে দলের সেলিব্রিটি নেতা-নেত্রীদের উপস্থিতিও বাধ্যতামূলক করা হয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement