স্টাফ রিপোর্টার: সন্দীপ ঘোষের সময়েই এমবিবিএসের বাছাই পর্বে দুর্নীতি হয়েছে। আর জি করের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের দেওয়া রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, বিভিন্ন ফোন কলের রেকর্ড, এসএমএস ঘেঁটে দেখে এই তথ্য পেয়েছে সিবিআই। পুজোর আগেই কলকাতা হাই কোর্টে এই সংক্রান্ত রিপোর্ট সিবিআইয়ের তরফে এই রিপোর্ট জমা পড়েছে বলে জানা দিয়েছে। ২০২১ সালের পর থেকেই এই নিয়োগে দুর্নীতি হয়েছে বলে রিপোর্ট দেয় সিবিআই।
সম্প্রতি, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা করেন তৎকালীন ডেপুটি সুপার আখতার আলি। সেই মামলায় সামনে আসা তথ্যের উপর ভিত্তি করেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। হাই কোর্টের নির্দেশে আদালতে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে রিপোর্ট দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই রিপোর্ট থেকেই উঠে এসেছে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, দেখা যাচ্ছে ২০২১ সালের পরে এমবিবিএসে যে সমস্ত সিলেকশন প্রক্রিয়া চলেছিল তাতেই বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। এর প্রমাণ হিসাবে বেশ কিছু কল রেকর্ড, মেসেজের খতিয়ান সিবিআই জমা দিয়েছে হাই কোর্টে।
একইসঙ্গে, হাউস স্টাফদের ক্ষেত্রেও বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠেছে। বহু ক্ষেত্রে ইলেকট্রিক বিল থেকে শুরু করে কাজের বিলিংয়ের ক্ষেত্রে গোলযোগ দেখা দিয়েছে বলে অভিযোগ। যেখানে কাজের বিল ১০ হাজার টাকা হওয়া উচিত সেই সব ক্ষেত্রে ১ লক্ষ টাকা পর্যন্ত বিল দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই সমস্ত তথ্যই হাই কোর্টে জমা দিয়েছে সিবিআই। মনে করা হচ্ছে, এই রিপোর্টের হাত ধরে আরও তদন্ত প্রক্রিয়া এলে আরও নতুন তথ্য হাতে পেতে পারেন সিবিআইয়ের তদন্তকারী। তখন তদন্ত প্রক্রিয়া কোন দিকে যায় সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.