স্টাফ রিপোর্টার: আর্থিক লগ্নিকারী সংস্থা সিলিকন গ্রুপের তিন কর্তাকে গ্রেফতার করল সিবিআই৷ বুধবার সল্টলেকে সিবিআইয়ের দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় শিবনারায়ণ দাস, তুষার জানা ও যুগলকিশোর গুপ্তাকে৷ সিবিআই আধিকারিকরা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন এই তিন সিলিকন কর্তাকে৷ বিকেল থেকে রাত পর্যন্ত একটানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই গ্রেফতার করে ওই তিন কর্তাকে৷ সূত্রের খবর, ওই তিন কর্তার বয়ানে অসংগতি পান সিবিআই আধিকারিকরা৷ বৃহস্পতিবার তাঁদের আদালতে তোলা হবে৷ জানা গিয়েছে, শিবনারায়ণ দাস, তুষার জানা ও যুগলকিশোর গুপ্তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিবিআই৷
এর আগেও সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন শিবনারায়ণ দাস৷ সারদা কর্তা সুদীপ্ত সেনের ‘মেন্টর’ ছিলেন তিনি৷ এমনকী, সুদীপ্ত সেনকে ব্যবসায় নামনোর পিছনে শিবনারায়ণ দাস মুখ্য ভূমিকা নিয়েছিলেন বলে জানা যায়৷ সারদা মামলায় গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্তি পান শিবনারায়ণ দাস৷ সিবিআই ফের তাঁকে সিলিকন গোষ্ঠীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেফতার করল৷ বাজার থেকে কয়েকশো কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে সিলিকন গোষ্ঠীর বিরুদ্ধে৷
এর আগে সিলিকন গোষ্ঠীর একাধিক দফতরেও তল্লাশি চালিয়েছিলেন সিবিআই আধিকারিকরা৷ বেশ কিছু নথিপত্র তাঁরা বাজেয়াপ্ত করেন৷ ওই নথিপত্র দেখে বেশ কিছু তথ্য পেয়ে যান সিবিআই আধিকারিকরা৷ তারপরেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় সিলিকন গোষ্ঠীর কর্তা শিবনারায়ণ দাস, তুষার জানা ও যুগলকিশোর গুপ্তাকে৷ সূত্রের খবর, সিবিআইয়ের একাধিক প্রশ্নের জবাব দিতে পারেননি ওই তিনজন৷ এবার সিবিআই ওই তিনজনকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করতে চায়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.