সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামাজিকতা করুন, তবে সাবধানে৷ বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়৷ কারণ এবার থেকে বিকৃত বা ক্ষতিকারক ছবি, জোকস কিংবা ভিডিও শেয়ার করলেই হতে পারে পৌঁছে যেতে পারেন শ্রীঘরে৷ ভারতীয় দণ্ডবিধির ৫০৫ নম্বর ধারায় জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা করা হবে অভিযুক্তকে৷ এমনটাই জানাল দিল্লি পুলিশ৷
দিল্লি পুলিশের কমিশনার এম চন্দ্রশেখর জানান, ইতিমধ্যেই তিন ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে৷ ভুয়া খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে৷
নিজের প্রতারিত হওয়ার কথাও এদিন সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি৷ এও জানান এখন প্রযুক্তি এতটাই উন্নত হয়ে গিয়েছে৷ হিস্ট্রি ডিলিট করে ফেললেও পুরনো তথ্য উদ্ধার করা কোনও ব্যাপারই নয়৷
সোশ্যাল মিডিয়ায় এই ধরণের কিছু দেখলে বা প্রতারিত হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর কথা বলেছেন তিনি৷ তবে তিন অভিযুক্তর নাম প্রকাশ করতে চাননি৷ এমনকী কীভাবে সোশ্যাল মিডিয়ার এই স্বচ্ছতা মনিটর করা হবে৷ সেই বিষয়েও কিছু বিস্তারিত জানানো হয়নি৷ তবে অভিযোগ প্রমাণিত হলে অপরাধীর ৩ থেকে ৬ বছর পর্যন্ত জেল হতে পারে অথবা আর্থিক জরিমানা৷ অপরাধের গুরুত্ব নির্বেশেষে দুই-ই একসঙ্গে হতে পারে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.