Advertisement
Advertisement

Breaking News

বিকৃত ছবি, ভিডিও শেয়ার করলেই হতে পারে জেল!

সোশ্যাল মিডিয়ায় বিকৃত বা ক্ষতিকারক ছবি, জোকস ভিডিওর কড়া শাস্তি!

Can Jail for Forwarding Derogatory Jokes, Videos or Morphed Images
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 25, 2016 7:10 pm
  • Updated:August 25, 2016 7:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামাজিকতা করুন, তবে সাবধানে৷ বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়৷ কারণ এবার থেকে বিকৃত বা ক্ষতিকারক ছবি, জোকস কিংবা ভিডিও শেয়ার করলেই হতে পারে পৌঁছে যেতে পারেন শ্রীঘরে৷ ভারতীয় দণ্ডবিধির ৫০৫ নম্বর ধারায় জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা করা হবে অভিযুক্তকে৷ এমনটাই জানাল দিল্লি পুলিশ৷

দিল্লি পুলিশের কমিশনার এম চন্দ্রশেখর জানান, ইতিমধ্যেই তিন ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে৷ ভুয়া খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে৷

Advertisement

নিজের প্রতারিত হওয়ার কথাও এদিন সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি৷ এও জানান এখন প্রযুক্তি এতটাই উন্নত হয়ে গিয়েছে৷ হিস্ট্রি ডিলিট করে ফেললেও পুরনো তথ্য উদ্ধার করা কোনও ব্যাপারই নয়৷

সোশ্যাল মিডিয়ায় এই ধরণের কিছু দেখলে বা প্রতারিত হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর কথা বলেছেন তিনি৷ তবে তিন অভিযুক্তর নাম প্রকাশ করতে চাননি৷ এমনকী কীভাবে সোশ্যাল মিডিয়ার এই স্বচ্ছতা মনিটর করা হবে৷ সেই বিষয়েও কিছু বিস্তারিত জানানো হয়নি৷ তবে অভিযোগ প্রমাণিত হলে অপরাধীর ৩ থেকে ৬ বছর পর্যন্ত জেল হতে পারে অথবা আর্থিক জরিমানা৷ অপরাধের গুরুত্ব নির্বেশেষে দুই-ই একসঙ্গে হতে পারে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement