Advertisement
Advertisement

ক্যালকাটা নয়, এবার বলতে হবে ‘কলকাতা হাই কোর্ট’

‘ক্যালকাটা হাই কোর্ট’ এবার নাম পাল্টে হচ্ছে ‘কলকাতা হাই কোর্ট’৷

Calcutta HC will be known as Kolkata HC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 5, 2016 5:18 pm
  • Updated:July 5, 2016 5:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরের নাম আগাগোড়াই ছিল কলকাতা৷ তবে ইংরেজি উচ্চারণে তা হয়েছিল ক্যালকাটা৷ স্বাধীনতার পর লেখাজোকার ক্ষেত্রেও তাই বলবৎ ছিল৷ ২০১১ সাল থেকে সরকারি স্তরে তা বদলালেও বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ‘ক্যালকাটা’ই থেকে গিয়েছিল৷ তবে এবার তা বদলাতে চলেছে৷ ‘ক্যালকাটা হাই কোর্ট’ এবার নাম পাল্টে হচ্ছে ‘কলকাতা হাই কোর্ট’৷

ভারতের সমস্ত হাই কোর্টের মধ্যে প্রাচীন এই আদালত৷ শহরের নাম পাল্টালেও হাই কোর্টের নাম বদলায়নি এতদিন৷ ফলে সরকারি স্তরে ‘ক্যালকাটা হাই কোর্ট’ই লেখা হত৷ রাজ্যের উচ্চ ন্যায়ালয়ের স্বীকৃত নাম ছিল এটাই৷ এবার তা বদলের ব্যবস্থা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ৷ মন্ত্রকে এক বৈঠকের পর মঙ্গলবার এ সিদ্ধান্ত জানান তিনি৷ ফলে শহরের নামের সঙ্গে সঙ্গতি রেখে এবার থেকে ‘কলকাতা হাই কোর্ট’ হিসেবেই স্বীকৃত হবে এটি৷ সেই সঙ্গে নাম পাল্টাচ্ছে বম্বে হাই কোর্টেরও৷ সেটির নাম হচ্ছে মুম্বই হাই কোর্ট৷ মাদ্রাস হাই কোর্টের নাম হবে চেন্নাই হাই কোর্ট৷

Advertisement

শহরের নাম ও সরকারি স্তরের কাজে এতদিন নামজনিত যে অসঙ্গতি ছিল, এই সিদ্ধান্তে তা দূর হল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement