Advertisement
Advertisement

Breaking News

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনে সায় রাজ্য মন্ত্রিসভার

প্রশাসনিক কাজের ক্ষেত্রে সামনের সারিতে উঠে আসবে পশ্চিমবঙ্গের নাম৷

Cabinet approves the decision to change the name of state
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 2, 2016 5:53 pm
  • Updated:August 2, 2016 5:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ব বাংলা আর পশ্চিম বাংলার দিন ফুরিয়েছে৷ ভারত ও বাংলাদেশ দুই স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পেলেও, এতদিন দেশভাগের কাঁটাতার মেনে বাংলাও নামে পূব-পশ্চিমেই ভাগ হয়েছিল৷ কিন্তু সে পূর্ব বাংলা বলেই যখন কিছু নেই, তখন পশ্চিম বাংলা নাম থাকার দরকারই বা কী! এতদিন এ নিয়ে জল্পনা চলছিলই৷ এবার পশ্চিমবঙ্গের নাম বদলে সায় দিল রাজ্য মন্ত্রিসভা৷

প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েই নাম পরিবর্তনের পক্ষে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইংরেজি ও বাংলাতে নাম আলাদা হওয়ার ফলে প্রশাসনিক কাজকর্মে যথেষ্ট অসুবিধা হয়৷ আর তাই দুই ভাষায় নামের ক্ষেত্রে সমতা চেয়েছিলেন তিনি৷ এতদিনে তা কার্যকর হতে চলেছে৷ রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যেই এই প্রস্তাবে সায় দিয়েছে৷ এরপর বিধানসভায় সর্বদলীয় বৈঠকে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ তারপর এই প্রস্তাব যাবে সংসদে৷ সংসদে পাশ হলে রাষ্ট্রপতি নাম পরিবর্তনের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷

Advertisement

বাংলা কিংবা বঙ্গ- এই দুটো নামের মধ্যে থেকেই একটি বেছে নেওয়া হতে পারে৷ ইংরেজিতে নাম হতে পারে বেঙ্গল৷ বঙ্গদেশ বা বঙ্গভূমির সূত্র ধরে বঙ্গ নাম ফিরে পেতে চাইছেন যেমন অনেকে, তেমনই আবার অনেকের রায় বাংলার পক্ষে৷ তবে পুরো বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মতামত চেয়ে গণভোটেরও পক্ষপাতী কেউ কেউ৷ বঙ্গ বা বাংলা যাই হোক না কেন ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী তা শুরু B দিয়ে৷ ফলত প্রশাসনিক কাজের ক্ষেত্রে সামনের সারিতে উঠে আসবে পশ্চিমবঙ্গের নাম৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement