Advertisement
Advertisement

হেলমেট না থাকলে জরিমানা দুই হাজার টাকা

নয়া মোটর বিলে আইন অমান্যের কড়া সাজার প্রস্তাবে অনুমোদন মন্ত্রিসভার৷

Cabinet Approves New Motor Vehicle Bill, 2000 fine for no Helmet
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 4, 2016 9:53 am
  • Updated:August 4, 2016 9:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেলমেট না পরে বাইকে চাপলে বা বাইক চালালে জরিমানা হবে ২০০০ টাকা৷ সঙ্গে তিন মাসের জন্য বাতিল হবে লাইসেন্সও৷ সিট বেল্ট না পরে গাড়ি চালালে চালকের জরিমানা হবে ১০০০ টাকা৷ মদ্যপ অবস্থায় গাড়ি চালালে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হবে৷ বিমা ছাড়া গাড়ি চালালে ২০০০ টাকা জরিমানার পাশাপাশি ৩ মাসের জন্য লাইসেন্স সাসপেন্ড করা হবে৷ বেশি জোরে গাড়ি চালালে ১ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে৷ এমন সব প্রস্তাব নিয়েই পথ নিরাপত্তা সংক্রান্ত মোটর ভেহিক্যালস অ্যাক্টে সংশোধনী আনছে কেন্দ্র৷ এজন্য বহু প্রতীক্ষিত মোটর ভেহিক্যালস (সংশোধনী বিল, ২০১৬)-এ অনুমোদন দিল সরকার৷ নয়া মোটর বিলে ট্রাফিক নিয়মভঙ্গের জন্য কড়া সাজার প্রস্তাব রাখা হয়েছে৷

আবার পথ দুর্ঘটনার ক্ষেত্রে ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের প্রস্তাবও রাখা হয়েছে৷ গাড়ি চাপা দিয়ে পালিয়ে গেলে ২ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে৷ এই নয়া সংশোধনী পেশ করে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি বলেন, বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বিলটি অনুমোদিত হয়েছে৷ পথ নিরাপত্তার জন্য, নিরীহ পথচারী ও যাত্রী সাধারণের জন্য এই আইন যুগান্তকারী ও ঐতিহাসিক হতে চলেছে৷ সংশোধনী বিলের প্রস্তাবগুলি ১৮টি রাজ্যের পরিবহণ মন্ত্রীদের সুপারিশে ভিত্তিতে তৈরি করা হয়েছে৷

Advertisement

নয়া আইনে প্রস্তাব রাখা হয়েছে, কোনও নাবালক বা নাবালিকা যদি গাড়ি চালাতে গিয়ে কোনও দুর্ঘটনা ঘটায় তাহলে তার অভিবাবক বা দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটির মালিক দোষী সাব্যস্ত হবেন৷ সে ক্ষেত্রে ওই গাড়ির রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে৷ একইসঙ্গে গাড়ির মালিক বা অভিভাবকের ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে৷ সংশোধিত বিলে দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের জন্য বর্ধিত ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে গড়করি জানিয়েছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement