Advertisement
Advertisement

ফোনে কথা বলতে গিয়ে শিশুকে পিষে মারল অধ্যাপিকা

গাড়ির চাকায় পিষে মৃত্যু হল ১০ বছরের শিশুটির৷

Busy on phone, Delhi University professor rams car into bicycle; 10-year-old dies
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 6, 2016 3:23 pm
  • Updated:August 6, 2016 3:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা অনুপমা আগরওয়াল৷ খেয়ালই করেনি কখন ১০ বছরের শিশুটি সাইকেল নিয়ে তার গাড়ির সামনে এসে গিয়েছে৷ আর তাই সঠিক সময়ে গাড়ি থামাতে পারলেন না অধ্যাপিকা৷ গাড়ির চাকায় পিষে মৃত্যু হল ১০ বছরের শিশুটির৷

বুধবার দুপুরে নজফগড়ে ঘটনাটি ঘটেছে৷ দুর্ঘটনার পর আহত শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ পরিবারের তরফে জানানো হয়েছে, বোনের জন্য নুডলসের প্যাকেট কিনতে বেরিয়েছিল ১০ বছরের নীতিশ মান৷ বাড়িতে বলে গিয়েছিল অল্প সময়ে মধ্যেই সে ফিরে আসবে৷ কিন্তু প্রায় ৩০ মিনিট পেরিয়ে যাওয়ায় তার খোঁজ করতে যান তার বড় দাদা এবং তখনই ভাইয়ের দুর্ঘটনার খবর পান৷

Advertisement

প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একটি অল্টো চালিয়ে আসছিলেন অনুপমা৷ মোড় ঘোরার সময় নীতিশ গাড়ির সামনে চলে আসে৷ আর সেই পরিস্থিতির সামাল দিতে না পারায় শিশুটি দুর্ঘটনার শিকার হয়৷ কিন্তু এরপর অনুপমাই শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়৷

এই ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement