Advertisement
Advertisement
Bus accident

রেষারেষির জেরে যাত্রী প্রতীক্ষালয়ে ধাক্কা বাসের, ইসলামপুরে শিশু-সহ মৃত ২

পথ অবরোধ মৃতদের পরিবার ও স্থানীয়দের। 

Bus accident at Islampur
Published by: Subhankar Patra
  • Posted:December 28, 2024 6:06 pm
  • Updated:December 28, 2024 6:59 pm  

শংকরকুমার রায়, রায়গঞ্জ: ইসলামপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা। দুটি বেসরকারি বাসের রেষারেষিতে প্রাণ গেল শিশু-সহ দুজনের। আহত কমপক্ষে ৮। ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা। পথ অবরোধ মৃতদের পরিবার ও স্থানীয়দের। অবরুদ্ধ ইসলামপুরের জাতীয় সড়ক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম সোমা মণ্ডল। বয়স পাঁচ বছর। তার বাড়ি ওই যাত্রী প্রতীক্ষালয়ের পিছনের পাড়ায়। অন্যজনের নাম শম্ভু বিশ্বাস। বয়স ২২ বছর। জানা গিয়েছে, মা ও ছোট বোনের সঙ্গে যাত্রী প্রতীক্ষালয়ে বসে ছিল ছোট্ট সোমা। অন্যদিকে, সেই প্রতীক্ষালয়ের সামনে একটি টোটোতে বসেছিলেন শম্ভু। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী প্রতীক্ষালয়ের ভিতরে ঢুকে যায় বাস। ধাক্কা খেয়ে মাটিতে ছিটকে পড়ে তারা। পরে মৃত্যু হয়।

Advertisement

Bus accident at Islampur

ঘটনার পর পথ অবরোধ করে মৃতদের পরিবার। প্রায় অবরুদ্ধ জাতীয় সড়ক। খবর পেয়ে ঘটনাস্থলে  পৌঁছেছেন ইসলামপুরের মহকুমাশাসক প্রিয়া যাদব। বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ডেনডুপ শেরপা।  

Bus accident at Islampur
বড় মেয়েকে হারিয়ে কোলের কন্যা নিয়ে পথ অবরোধ মার। ইসলামপুর জাতীয় সড়কে।

জানা যাচ্ছে, দুটি বেসরকারি বাস নিজেদের মধ্যে রেষারেষি শুরু করে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী প্রতীক্ষালয়ে ঢুকে যায় বাস। তাতেই এই মর্মান্তিক দুর্ঘটনা। মহকুমাশাসক প্রিয়া যাদব বলেন, “কী কারণে এই দুর্ঘটনা খতিয়ে দেখা হবে। দোষীদের উপযুক্ত শাস্তি হবে। এবং আগামীতে এই রকম ঘটনা না ঘটে সেই ব্যবস্থা নেওয়া হবে। যারা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement