সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুলন্দশহর-কাণ্ডে দুই নিগৃহীতা, মা ও মেয়ে শনিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন৷ শীর্ষ আদালতের কাছে তাঁদের আবেদন, ওই গণধর্ষণ-কাণ্ডে উত্তরপ্রদেশের মন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা আজম খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক৷
একই সঙ্গে নিগৃহীতা নাবালিকা আদালতে আবেদন জানিয়েছে, স্থানীয় পুলিশকর্মীদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হোক৷ ঘটনার দিন তাঁরাও কর্তব্যে গাফিলতি দেখিয়েছেন বলে অভিযোগ৷ গত ২৯ জুলাই বুলন্দশহর গণধর্ষণের মামলায় শুক্রবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় এলাহাবাদ আদালত৷
বুলন্দশহর গণধর্ষণ-কাণ্ড নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হওয়ার পর উত্তরপ্রদেশ নগরোন্নয়ন দফতরের মন্ত্রী মহম্মদ আজম খান দাবি করেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থের জন্য এই কাণ্ড ঘটানো হতে পারে৷ বিষয়টি তদন্ত করে দেখা উচিত৷ তাঁর এই বক্তব্যের বিরুদ্ধে সরব হয় বিরোধী দলগুলি৷ প্রতিবাদে সোচ্চার হয় ধর্ষিতার পরিবারও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.