Advertisement
Advertisement

ফ্ল্যাট ক্রেতাদের টাকায় ফিল্ম ব্যবসায় বিল্ডার

প্রতারণার অভিযোগে গ্রেফতার মুম্বইয়ের ব্যবসায়ী-সহ চার সঙ্গী৷

Builder took money from Flat Buyers, blew on making Bhojpuri Film
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 18, 2016 7:23 pm
  • Updated:October 18, 2016 7:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেডিমেড ফ্ল্যাট ক্রেতাদের হাতে তুলে দেবেন৷ এই আশা দেখিয়ে হাজারেরও বেশি ক্রেতার কাছ থেকে টাকা তুলেছিলেন৷ ক্রেতাদের সেই টাকা অবৈধভাবে সিনেমা তৈরির কাজে লাগানোর অভিযোগে গ্রেফতার করা হল মহেন্দ্র সিং নামে এক ব্যবসায়ীকে৷

নবি মুম্বইয়ে বালাজি রেসিডেন্সি নামে নির্মান সংস্থা চালাত অভিযুক্ত মহেন্দ্র৷ এই কাজে তার সহায়ক ছিল বাবলু গুপ্তা, জ্ঞানেশ্বর শর্মা, ধনেন্দ্রকুমার ঝা ও যোগেশকুমার সিং নামে আরও চার ব্যক্তি৷ প্রায় ১,২৯০ জন মানুষের কাছ থেকে অত্যাধুনিক ফ্ল্যাট দেওয়ার নাম করে টাকা তোলেন তারা৷

Advertisement

নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ফ্ল্যাট না পেয়ে টাকা ফেরত চান ক্রেতারা৷ কিন্তু এক টাকাও ফেরত পাননি কেউ৷ চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করেও কিছুই না পেয়ে একে একে অভিযোগ দায়ের করেন ছয় ক্রেতা৷ সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় মহেন্দ্র ও তার সঙ্গীদের৷

জেরার মুখে খণ্ডেশ্বর পুলিশ জানতে পারে, ক্রেতাদের সমস্ত টাকা দিয়ে তিরুপতি বালাজি মোশন পিকচার্স নামে এক প্রযোজনা সংস্থা খোলে মহেন্দ্ররা৷ একটি ভোজপুরি ও দুটি মারাঠি সিনেমা তৈরি করার কাজে নিয়োগ করা হয় ক্রেতাদের থেকে তোলা অধিকাংশ টাকা৷ ধৃতদের আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement