সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা দশদিন ধরে হেঁচকি উঠছিল। সঙ্গে পেটে প্রবল যন্ত্রণায়। জোড়া উপসর্গ নিয়ে এবার তড়িঘড়ি হাসপাতালে ভরতি হলেন ব্রাজিলের (Brazil) বিতর্কিত প্রেসিডেন্ট জাইর বলসোনারো। দ্রুত তাঁর অপারেশন হতে পারে বলে খবর। সাও পাওলোর (Sao Paulo) হাসপাতালের বিছানায় শুয়ে থাকা বলসোনারোর ছবি দেখে বোঝাই যাচ্ছে, বেশ যন্ত্রণাক্লিষ্ট। তাঁর অন্ত্রে গভীর আঘাত রয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন চিকিৎসকরা।
ব্রাজিল প্রশাসন সূত্রে খবর, গত ৩ তারিখ প্রেসিডেন্টের দাঁতের অপারেশন হয়। তারপর থেকে টানা হেঁচকি তুলছিলেন জাইর বলসোনারো (Jair Bolsonaro)। বাড়ছিল তাঁর পেট ব্যাথাও। তাঁকে প্রথমে রাজধানী ব্রাসিলিয়ার সেনা হাসপাতালে ভরতি করাতে হয়। তারপর সেখান থেকে আরও ভাল চিকিৎসার জন্য সাও পাওলোয় উড়িয়ে আনা হয়। সেখানের বেসরকারি হাসপাতালে আপাতত চিকিৎসা চলছে। ডাক্তাররা পরীক্ষানিরীক্ষার পর খুব একটা আশার কথা শোনাননি অবশ্য। প্রেসিডেন্টকে বলসোনারোকে তাঁরা সংকটজনক বলেই মনে করছেন। যদিও চিকিৎসকদের একাংশের মত, ৬৬ বছরের প্রেসিডেন্ট বলসোনারো বেশ লড়াকু। তাই অনেক যন্ত্রণা নিয়েও ইতিবাচক থাকার বার্তা দিচ্ছেন। ভাল থাকার চেষ্টা করছেন।
সাও পাওলোর হাসপাতালে বলসোনারোকে পরীক্ষা করা চিকিৎসক আন্তোনিও লুইস মাকেডো জানাচ্ছেন, ২০১৮ সালে প্রেসিডেন্ট ছুরি হামলার শিকার হয়েছিলেন। ভোটের প্রচারের সময় আততায়ী তাঁকে ছুরি মেরে পালিয়েছিল। সেসময় অস্ত্রোপচারও হয়। কিন্তু সেই যন্ত্রণাই ফিরে এসেছে এবং তা থেকেই যাবতীয় জটিলতা, এমনকী হেঁচকির সমস্যা বলেও মনে করছেন চিকিৎসক আন্তোনিও। সূত্রের খবর, জরুরি ভিত্তিতে তাঁর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে চলেছেন চিকিৎসকরা। সম্প্রতি বলসোনারোর সময়টা খারাপই যাচ্ছে। দু-দু’বার করোনা আক্রান্ত হয়েছিলেন। তারউপর ভারত থেকে করোনা ভ্যাকসিন কেনা নিয়েও বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। আর এবার পুরনো ‘ব্যথা’ ফের চাগাড় দিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.