Advertisement
Advertisement

ব্রেন ডেড কিশোরের অঙ্গদানে বাঁচলেন চারজন

আন্ধেরির কোকিলাবেন আম্বানি হাসপাতালে দান করা হয় ছেলেটির হৃদপিণ্ড, লিভার, কিডনি ও চোখ৷

Brain Dead teens organs save four life
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 26, 2016 12:28 pm
  • Updated:July 26, 2016 1:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১০ বছর বয়স মুম্বইয়ের ভিলে পার্লের ছোট্ট ছেলেটির৷ আর এই বয়সেই তার ব্রেন ডেড বলে শনিবার জানালেন চিকিৎসকরা৷ তাই তার অঙ্গদান করে চার মৃত্যুপথযাত্রী রোগীর জীবন বাঁচালেন তার পরিবারের লোকজন৷ রোগীদের মধ্যে রয়েছে দুই শিশুও৷ কিডনিঘটিত রোগের শেষ পর্যায়ে ভুগছিল তারা৷ অঙ্গদানের ঘটনাটি কলকাতার শোভনা সরকারের কথা মনে করিয়ে দেয়৷ গত মাসে শোভনার. ব্রেন ডেড-এর বিষয়টি জানার পর তাঁর স্বামী ও পুত্রও তাঁর কিডনি, কর্নিয়া ও লিভার দান করেছিলেন৷

আন্ধেরির কোকিলাবেন আম্বানি হাসপাতালে দান করা হয় ছেলেটির হৃদপিণ্ড, লিভার, কিডনি ও চোখ৷ তবে পরিবারের অনুরোধে প্রকাশিত হয়নি তার নাম ও পরিচয়, জানান হাসপাতালের ট্রান্সপ্লাণ্ট কো-অর্ডিনেটর ড. রেখা বারোট৷ সান্তাত্রুজের সূর্য হাসপাতলে ভর্তি করা হয় তাকে৷ শুক্রবার সিটি স্ক্যানে তার খুলির মধ্যে ভয়ানক রক্তক্ষরণের চিত্র ধরা পড়ে৷ এরপরই পরিবারকে তার ব্রেন ডেড-এর বিষয়টি জানানো হয়৷ এই অবস্থায়  তার অঙ্গদান করা সম্ভব কি না পরিবারের লোকজন জানতে চাইলে সবুজ সংকেত দেয় হাসপাতাল কর্তৃপক্ষ৷ কোকিলাবেন আম্বানি হাসপাতালে বছর ৪৭-এর এক ব্যক্তিকে তার লিভার দান করা হয়৷ ২৫ বছর বয়সি এক মহিলাকে দান করা হয় তার হৃদপিণ্ডটি৷ গত বছর সন্তানের জন্ম দেওয়ার সময় ওই মহিলার হৃদপিন্ড বিকল হয়ে পড়ে৷ এই অঙ্গদান সফল হয়েছে বলে জানান ফর্টিসের সার্জেন ড. অন্বয় মুলে৷ তিনি বলেন, “এইটুকু একটি ছেলে অঙ্গদানের মাধ্যমে এতজনকে জীবনদান করল৷ বিষয়টি নিঃসন্দেহে মনকাড়া৷ আমি তাকে ও তার পরিবারকে এই সাহসিকতার জন্য কুর্নিশ জানাই৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement