সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেবাংশ জৈন৷ মধ্যপ্রদেশের বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র৷ স্কুলে মোদির ফ্যান হিসেবেই সবাই চেনে তাকে৷ এর জন্য বন্ধুদের ঠাট্টার খোরাকও হতে হয়েছে অনেক সময়৷ কিন্তু প্রধানমন্ত্রীর প্রতি অগাধ আস্থা তার৷ এই বিশ্বাসই ধাক্কা খেয়েছিল৷ যখন স্কুলশিক্ষকের মাধ্যমে জানতে সে পারে, মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের জন্য স্কুলবাস তুলে নেওয়া হচ্ছে৷ ফলে মঙ্গল ও বুধবার দুই দিন স্কুল বন্ধ থাকবে৷
এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি অষ্টম শ্রেণির ছাত্র৷ সোজা চিঠি লিখে ফেললেন স্বয়ং প্রধানমন্ত্রীকেই৷ অকপট প্রশ্ন, আপনার সভা কি স্কুলের থেকেও বেশি প্রয়োজনীয়? দেবাংশের এই বিস্ফোরক চিঠিতেই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়৷ চিঠিতে নিজেকে মোদির ফ্যান হিসেবে বর্ণনা করে দেবাংশ৷ মোদির ‘মন কি বাত’ প্রতিবারই মন দিয়ে শোনে বলে জানায় সে৷ এই প্রসঙ্গে মোদির আমেরিকা সফরের কথাও তুলে ধরে৷ সেখানেও প্রচুর মানুষ এসেছিলেন, কিন্তু তার জন্য স্কুল বাসের প্রয়োজন হয়নি বলে জানায় দেবাংশ৷
মধ্যপ্রদেশের সফরে স্বাধীনতা সংগ্রামি চন্দ্রশেখর আজাদের জন্মস্থান ভাবরা গ্রামে যাবেন নরেন্দ্র মোদি৷ তারপর একটি ক্যাম্পেন লঞ্চ করার কথা রয়েছে তাঁর৷ আলিরাজ পুরেও একটি সভা করবেন৷ এর জন্যই ভাড়া করা হচ্ছিল স্কুলবাসগুলি৷ চিঠিতে দেবাংশ ‘মোদি আঙ্কল’কে অনুরোধ করে ‘শিবরাজ মামা’ (মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান) যেন তাঁর সভার জন্য স্কুলবাসগুলি না তুলে নেন৷ তার অনুরোধ রেখেছে মধ্যপ্রদেশ সরকার৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর সভার জন্য নেওয়া হবে না স্কুল বাস৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.