Advertisement
Advertisement

Breaking News

লক্ষ্মীরূপে কঙ্গনা, নেপথ্যে স্বচ্ছ ভারতের সওয়াল বিগ বি’র

এই ভিডিওতেই পরিচ্ছন্ন ভারতে শ্রী ফিরবে এমনই আশা করছেন উদ্যোক্তারা৷

Bollywood comes together for 'Swachh Bharat'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 10, 2016 8:05 pm
  • Updated:August 20, 2020 10:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত্রতত্র ময়লা ফেলার অভ্যেস রয়েছে? লক্ষ্মীদেবী কিন্তু গৃহত্যাগ করবেন৷ স্বচ্ছ ভারতের এই সাবধানবাণী শোনাচ্ছেন স্বয়ং বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন৷ আর লক্ষ্মীরূপে পর্দা মাঝে অবতীর্ণ বলি ক্যুইন কঙ্গনা রানাওয়াত৷ সঙ্গে রবি কিষেণ, ঈশা কোপিকরের মতো তারকারা৷

Advertisement

স্বচ্ছ ভারতের এই বিজ্ঞাপন তৈরি করেছেন বাঙালি পরিচালক প্রদীপ সরকার৷ এই ভিডিওতেই পরিচ্ছন্ন ভারতে শ্রী ফিরবে এমনই আশা করছেন উদ্যোক্তারা৷ তবে, দর্শকরা লক্ষ্মীরূপী কঙ্গনাকে ভাল প্রতিক্রিয়াই দিয়েছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement