মৃতদেহ উদ্ধারের কাজ চলছে।
টিটুন মল্লিক, বাঁকুড়া: কাজের নাম করে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। একদিন নিখোঁজ থাকার পর মৃতদেহ উদ্ধার হল মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ঠিকাকর্মীর। শুক্রবার বেলায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম দীপক বাজ (৩০)। বাড়ি গঙ্গাজলঘাটি থানার লোটিয়াবনি এলাকায়।
মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশেই রয়েছে ছাইপুকুর। সেখানে গার্ডওয়াল তৈরির কাজ চলছে। সেখানে জেসিপির সাহায্যে মাটি কাটার কাজ করছিলেন ওই ব্যক্তি। মৃতের স্ত্রী ঝিলিক বাজ জানিয়েছেন, গতকাল, বৃহস্পতিবার সকালে কাজে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই ব্যক্তি। তারপর থেকে আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। মোবাইলে অনেক বার ফোন করেও সাড়া মেলেনি।
শুক্রবার সকালে মৃতের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ ওই ব্যক্তির মোবাইলে ফোন করলে রিং হতে শোনা যায়। এরপর শুরু হয়, টাওয়ার নেটওয়ার্ক দেখে লোকেশন খোঁজা। টাওয়ার লোকেশনে দেখা যায়, ছাইপুকুর এলাকার কাছেই মোবাইল ফোন রয়েছে। পুলিশ সেখানে গিয়ে তল্লাশি শুরু করে। ফোন করলে রিং বাজতেও শোনা যায়।
দেখা যায়, মাটির ঢিবির ভিতর থেকে একটি পায়ের অংশ বেরিয়ে রয়েছে। সেই মাটি সরাতেই বেরিয়ে পড়ে দীপকের মৃতদেহ। অকুস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। ওই তাপবিদ্যুৎ কেন্দ্রেরই কাজে যুক্ত ছিলেন তিনি। ফলে চাঞ্চল্য আরও বেড়েছে। দুর্ঘটনা নাকি খুন? সেই নিয়ে প্রশ্ন উঠেছে। দীপক মাটি চাপা পড়লেন কীভাবে? দুর্ঘটনা ঘটলেও কেন কিছু জানা গেল না? কেউ কি সেখানে ছিলেন না? সেসব প্রশ্ন উঠে আসছে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি বিক্ষোভ দেখান। দ্রুত এই ঘটনার তদন্তের দাবি জানানো হয়। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.