Advertisement
Advertisement
সিঁদুরখেলা

অন্য রূপে সাংসদ, দশমীতে সিঁদুরখেলায় মাতলেন লকেট

সিঁদুর খেলায় মেতেছেন মন্ত্রী থেকে নেত্রীরাও।

BJP MP Locket Chatterjee enjoying sindurkhela in kolkata
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 8, 2019 3:20 pm
  • Updated:October 8, 2019 6:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশমী পুজো শেষ। আবার শুরু দিন গোনার পালা। ফের গোটা এক বছরের অপেক্ষা। ইতিমধ্যেই দেবীকে বিদায় জানাতে সিঁদুর খেলায় মেতে উঠেছেন সকলে। দশমীর সকালে রামেশ্বর শিবমন্দিরে সিঁদুর খেলায় মাতলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। অন্যদিকে, বাগবাজারে সিঁদুর খেলতে দেখা যায় মন্ত্রী শশী পাঁজাকে। 

[আরও পড়ুন: একদিনের ‘রাজা-রানি’ দর্শন, দশমীর পর ঝালদার রাজবাড়িতে শুরু অন্য উৎসব]

লাল শাড়ি, হলুদ ব্লাউজে সেজে মঙ্গলবার সকালেই রামেশ্বর শিবমন্দির শোভাবাজারে পৌঁছে যান বিজেপি সাংসদ। প্রথমে রীতি অনুযায়ী দেবীকে বরণ করেন তিনি। এরপর মণ্ডপে অন্যান্য মহিলাদের সঙ্গে সিঁদুর খেলায় মেতে ওঠেন। চলে মিষ্টি মুখও। নেত্রীর সঙ্গে সিঁদুর খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত উপস্থিতি অন্যান্যরা। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান নেত্রী। প্রথম থেকেই শহরের পুজোর দখল করার মরিয়া চেষ্টা করেছিল বিজেপি। অনেক কাঠখড় পুড়িয়েও সাফল্য তেমন আসেনি। সংঘশ্রী নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর সেই পুজোটিও শাসক দল ঘনিষ্ঠদের হাতেই রয়ে গিয়েছিল। কিন্তু, তাতেও দমেনি বঙ্গ বিজেপি। পুজোতে জনসংযোগের সমস্তরকম প্রচেষ্টা চালিয়েছিল গেরুয়া শিবির। একাধিক কর্মসূচিও নেওয়া হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সল্টলেকে একটি পুজোর উদ্বোধনও করেন।

Advertisement

সিঁদুর খেলায় লকেটের যোগদানের পিছনেও রাজনৈতিক অভিসন্ধি খুঁজছেন অনেকেই। তবে শুধু লকেট নন, দেবীর কৈলাশ যাত্রার আগে সিঁদুর খেলায় মেতেছেন রাজ্যের তাবড় তাবড় মন্ত্রী, নেত্রী থেকে শুরু করে সেলেবরাও।

[আরও পড়ুন: অভিনেতা বিশ্বজিতের বাড়ির পুজোয় ছেলে হৃতিককে নিয়ে হাজির রাকেশ রোশন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement