সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমে ফের মাথাচাড়া দিচ্ছে জঙ্গি উপদ্রব৷ চলতি মাসের এক তারিখে তিনসুকিয়া জেলা পরিষদের সহ-সভাপতি তথা বিজেপি নেতা রত্নেশ্বর মোরানের ছেলে কুলদীপ মোরানকে অপহরণ করেছে আলফা জঙ্গি গোষ্ঠী৷ শুধু তাই নয়, কুলদীপকে মুক্তি দিতে এক কোটি টাকা মুক্তিপণ চেয়েছে আলফা৷
বিজেপি বিধায়ক বোলিন চেটিয়াকে এক ভিডিও মেসেজ মারফত আলফা জানায়, কুলদীপকে ফিরে পেতে হলে এক কোটি টাকা মুক্তিপণ দিতে হবে৷ অভিযোগ, জঙ্গি গোষ্ঠী রত্নেশ্বরকে মুক্তিপণের টাকা বিধায়ক বোলিনের কাছ থেকে জোগাড় করার কথা বলেছে৷ কুলদীপ সম্পর্কে বিধায়ক বোলিনের ভাগনে৷ মামা বোলিনের কাছেই কাজ করতেন কুলদীপ৷ বোলিনের সঙ্গে কুলদীপের সম্পর্কও ছিল যথেষ্ট ঘনিষ্ঠ৷ সম্প্রতি হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে বোলিন বিজেপির টিকিটে সাদিয়া বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন৷ বোলিন এবং রত্নেশ্বর উভয়েই এক সময় কংগ্রেসে ছিলেন৷ বিধানসভা নির্বাচনের আগে তাঁরা দল পাল্টে বিজেপিতে যোগ দেন৷
আলফার তরফে আরও একটি ভিডিও মেসেজ প্রকাশ্যে আসার পরই অপহরণ ও মুক্তিপণের ঘটনাটি সামনে আসে৷ ওই ভিডিও মেসেজে দেখা গিয়েছে, কুলদীপকে ঘিরে রয়েছে পাঁচ জঙ্গি৷ তাদের সকলের মুখ ঢাকা৷ কুলদীপ তাঁর জীবন বাঁচানোর জন্য পরিবার এবং মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের কাছে আবেদন করছেন৷ প্রয়োজনে মুক্তিপণ বাবদ টাকার ব্যবস্থাও করতে বলছেন৷ অসম পুলিশ অবশ্য কুলদীপকে উদ্ধারের জন্য তল্লাশি অভিযান শুরু করেছে৷ অন্যদিকে বিধায়ক বোলিন বলেছেন, ভাগনে তথা সহকারী কুলদীপকে উদ্ধার করতে তিনি যে কোনও কাজ করতে প্রস্তুত আছেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.