Advertisement
Advertisement

Breaking News

কনভয়ে গুলিবৃষ্টিতে গুরুতর জখম বিজেপি নেতা

ভারতীয় জনতা পার্টির নেতা বৃজপাল টেওটিয়ার কনভয়ে দুষ্কৃতি হামলায় গুরুতর জখম হয়েছেন নেতা-সহ সাতজন৷

BJP leader Teotia critical after assailants fire 100 rounds at his convoy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 12, 2016 6:42 pm
  • Updated:August 12, 2016 6:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজিয়াবাদে বিজেপি নেতার কনভয়ের উপর গুলি চালালো একদল দুষ্কৃতি৷ ভারতীয় জনতা পার্টির নেতা বৃজপাল টেওটিয়ার কনভয়ে দুষ্কৃতি হামলায় গুরুতর জখম হয়েছেন নেতা-সহ সাতজন৷

সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় বৃজপাল তাঁর কনভয় নিয়ে মুরাদনগর থেকে ফিরছিলেন৷ এই মুরাদনগর গাজিয়াবাদ জেলারই অন্তর্গত৷ সেই সময় ২০ জন দুষ্কৃতি তাঁর কনভয় লক্ষ্য করে ১০০ রাউন্ড গুলি চালায়৷ এই হামলায় পাঁচটি গুলি লাগে বৃজপালের শরীরে৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে এবং বাকি আহতদের গাজিয়াবাদ ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়৷

Advertisement

চিকিৎসকরা জানিয়েছেন, বৃজপালের শারীরিক অবস্থা খুবই খারাপ৷ তবু তাঁকে প্রাণে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা৷ কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা বৃজপালকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বলে খবর৷

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে গুলি, একে-৪৭, ৯ এমএম পিস্তল উদ্ধার হয়েছে৷

বিজেপি সূত্রে খবর, বৃজপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের খুব ঘনিষ্ঠ৷ রাজনৈতিক ক্ষেত্রে তিনি রাজনাথকে নানা ধরনের পরামর্শ দিয়ে থাকেন বলে জানা গিয়েছে৷

কিন্তু ঠিক কী কারণে বৃজপালকে আক্রমণ করা হল সে বিষয়ে কিছু জানাতে পারেনি উত্তরপ্রদেশ পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement