Advertisement
Advertisement
Jatin Mehta

ভারতের ব্যাংকগুলির ৭ হাজার কোটি টাকা লুট করে লন্ডনে গুজরাটের যতীন! নীরব কেন্দ্র

বিজেপি নেতাদের সাহায্যে বিদেশে পালায় ঋণ খেলাপি ব্যবসায়ী, দাবি বিরোধীদের।

BJP Government silent about 7 thousand crore fraud case of Jatin Mehta | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 1, 2022 12:02 pm
  • Updated:August 1, 2022 12:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদা বিজেপির (BJP) সহায়তায় কোটি কোটি টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে, সেই টাকা সোনা রপ্তানির ছলে আত্মসাৎ করে ভারত থেকে পালিয়ে যাওয়া গুজরাটি সোনা-হিরে ব্যবসায়ী যতীন মেহতা (Jatin Mehta) নতুন করে সংবাদ শিরোনামে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সেন্ট কিটসের নাগরিকত্ব নিলেও তিনি নাকি আসলে লন্ডনে বহাল তবিয়তে রয়েছেন সপরিবারে।

জানা গিয়েছে, যতীনের স্ত্রী সোনিয়া, দুই ছেলে বিশাল এবং সুরজ তিনটি আলাদা বাড়িতে থাকেন। সেন্ট জনস উড, মাইদা ভ্যালে এবং হ্যাম্পস্টেড গার্ডেনে তাঁদের বাড়ি রয়েছে। খাতায় কলমে যতীন ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিক। এই দেশের সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তিও নেই। ফলে চাইলেও কেউ আর এই প্রতারককে দেশে ফিরিয়ে আনতে পারবে না।

Advertisement

[আরও পড়ুন: SSC নিয়োগ দুর্নীতির প্রতিবাদ, নিষেধাজ্ঞা অমান্য করে সংসদ চত্বরে ধরনা বঙ্গ বিজেপির]

যতীনদের পারিবারিক সংস্থা হল উইনসাম ডায়মন্ডস। আর সেই কোম্পানির নামেই খাতা তৈরি করে যতীন ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে ভারত থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার করেছেন প্রায় ৭ হাজার কোটি টাকা মূল্যের হীরে এবং হীরের গয়না। এই টাকার গোটাটাই তিনি পেয়েছিলেন ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক থেকে ঋণ হিসাবে। বিজেপি সরকারের মন্ত্রীদের সৌজন্যেই এই ঋণ পাওয়া অত্যন্ত সহজ হয়ে যায়। আবার বিজেপি-র পরোক্ষ মদতেই টাকা আত্মসাৎ করে এক সময়ে ভারতের পাট চুকিয়ে সপরিবার সরে পড়তেও কোনও সমস্যা হয়নি।

নরেন্দ্র মোদি (Narendra Modi) প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই যতীন নিজের কারবার শুরু করেন বলে জানা যায়। যতীন কেন্দ্রীয় সরকারের কাছে নথি দেখাতেন যে তিনি ভারতের হীরে এবং সোনার গয়না শিল্পকে সমৃদ্ধ করছেন। আসলে সোনা আমদানি করার পরে তার সঙ্গে হীরে মিলিয়ে গয়না বানিয়ে রপ্তানি করার নাটক সাজাতেন। গয়না তাঁর ইশারায় পৌঁছে যেত বিদেশে বিভিন্ন ভুয়া নামে খোলা নিজেরই কোম্পানিতে। সাত হাজার কোটি টাকার সম্পত্তি বিদেশে পাচার করার পরে টাকা দিয়ে ক্যারিবীয় এলাকার সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব নেন যতীন মেহতা।

[আরও পড়ুন: দেশে খানিকটা কমল দৈনিক করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস]

এই দ্বীপরাষ্ট্রে বাসিন্দার সংখ্যা খুব কম। তবে এদের মধ্যে অধিকাংশই অতি ধনী। বাংলো, দামি গাড়ি, প্রাইভেট সি-বিচ, এমনকী প্রাইভেট জেট প্লেনও আছে তাঁদের। বছরে নামমাত্র কর জমা দিতে হয়। বিনিময়ে দেশটি কোনও নাগরিকের ব্যক্তিগত জীবন অথবা রোজগারের রাস্তা নিয়ে মাথা ঘামায় না। অতএব বিজেপি-র অনুগত যতীনকে পায় কে!

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement