Advertisement
Advertisement

Breaking News

BJP

ছাব্বিশের আগে বিজেপির নজর অবাঙালি ভোটে? ঘটা করে কলকাতায় ‘বিহার দিবস’ পালন কেন্দ্রীয় মন্ত্রীর

অবাঙালি ভোটারদের নিজেদের দিকে এবার আনতে মরিয়া বিজেপি?

BJP eyeing non-Bengali votes before 26th? Union minister celebrates 'Bihar Day' in Kolkata

অনুষ্ঠান মঞ্চের ছবি।

Published by: Suhrid Das
  • Posted:March 23, 2025 9:00 pm
  • Updated:March 23, 2025 9:11 pm  

সুদীপ রায়চৌধুরী: এবার কলকাতায় ঘটা করে পালন করা হল বিহার দিবস। শনি ও রবিবার উত্তর ও দক্ষিণ কলকাতায় এই উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সতীশ দুবে। রবিবার দক্ষিণ কলকাতায় বিজেপির তরফ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। বরাবরের মতো হিন্দু ভোটব্যাঙ্কের দিকে জোর দিচ্ছে বঙ্গ বিজেপি। পাশাপাশি অবাঙালি ভোটারদের নিজেদের দিকে আনতে চাইছেন গেরুয়া শিবির। সেই আবহেই এই অনুষ্ঠান বলে মত ওয়াকিবহাল মহলের।

গত লোকসভা নির্বাচনে রাজ্যের হিন্দু ভোটব্যাঙ্ক অনেকটাই ধরে রাখতে পেরেছে বঙ্গ বিজেপি। ছাব্বিশ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। এদিকে দক্ষিণ কলকাতায় অবাঙালি ভোটব্যাঙ্ক অনেকটাই বেশি। উত্তর কলকাতাতেও অবাঙালি ভোটব্যাঙ্ক ক্রমে বাড়ছে বলে অনুমান বিজেপি শিবিরে। সেই ভোটব্যাঙ্ককে এবার নিজেদের দিকে আনতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যেই এবার বিজেপির তরফ থেকে বিহার দিবস পালন। এমনই মত রাজনৈতিক মহলের একাংশের।

Advertisement

অনুষ্ঠানের পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে নেতৃত্বের ক্ষণিকের বৈঠকও হয়েছে বলে অন্দরের খবর। সেখানেও এই বিষয়ে চর্চা হয়েছে বলে খবর। আগামী দিনে এই ভোটব্যাঙ্ককে নিজেদের দিকে আনতে আরও পদক্ষেপ করা হবে। প্রচারেও জোর দেওয়া হবে। সেই কথা উঠে আসছে। কেবল দক্ষিণ ও উত্তর কলকাতাই নয়, অবাঙালি ভোটারদের নিজেদের দিকে এবার আনতে মরিয়া বিজেপি?  সেজন্যই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে উত্তর ও দক্ষিণ কলকাতার পর্যবেক্ষক পদেও রাখা হয়েছে? তেমনই মত রাজনৈতিক মহলের।

আজ রবিবার দক্ষিণ কলকাতায় বিহার দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দক্ষিণ কলকাতার একাধিক বিজেপি নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন। অমিতাভ চক্রবর্তী ছাড়া রাজ‌্যস্তরের অন্য কোনও নেতা এদিন উপস্থিত থাকেননি। অমিতাভ চক্রবর্তী মঞ্চেও ওঠেননি। তিনি দর্শকাসনে বসেছিলেন। সেই নিয়েও চর্চা শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub