সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে টাকা তোলা বা জমা দেওয়ার দিন বেশ কয়েক বছর আগেই শেষ হয়ে গিয়েছে৷ এসে গিয়েছে মোবাইল ব্যাঙ্কিং৷ বাড়িতে বসেই মোবাইল স্ক্রিনে কয়েকটি পাসওয়ার্ড মারফত ব্যাঙ্ক থেকে টাকা তোলা বা জমা দেওয়া যায়৷ এবার পাসওয়ার্ড সিস্টেম পাল্টে শুধুমাত্র আঙুলের ছোঁয়ায় সম্ভব হবে টাকা লেনদেন৷ কয়েকটি বেসরকারি ব্যাঙ্কের মোবাইল অ্যাপে যুক্ত হচ্ছে নয়া ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি৷ অতএব ‘RIP পাসওয়ার্ড’৷
কিন্তু হঠাৎ পাসওয়ার্ড সিস্টেমকে ‘গুডবাই’ জানানো হচ্ছে কেন?
ব্যাঙ্কিং বিশেষজ্ঞরা দুটি যুক্তি দিচ্ছেন৷ এক, পাসওয়ার্ড মনে রাখাটা একটা ঝক্কি৷ দ্বিতীয়ত, এক শ্রেণির অসাধু হ্যাকাররা নানাভাবে গ্রাহকদের পাসওয়ার্ড হাতিয়ে টাকা লোপাট করতে হানা দেয় অ্যাপ বা ওয়েবসাইটে৷ ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি চলে আসায় আর কোনওভাবেই গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে টাকা লেনদেন হওয়ার উপায় নেই৷ স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাঙ্ক ও ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ইতিমধ্যেই এই সিস্টেম চালু করে দিয়েছে৷ আইসিআইসিআই ব্যাঙ্ক ও ডিসিবি-ও এই পথেই হাঁটবে দ্রুতই৷ ডিসিবি বেঙ্গালুরুতে বায়োমেট্রিক এটিএম মেশিন চালু করেছে৷ যেখানে পিন নম্বর বা এটিএম কার্ড ছাড়াও বুড়ো আঙুলের ছাপের সাহায্যে টাকা তোলা যায়৷
নয়া সিস্টেম চালুর আরও একটি লক্ষ্য হল গ্রাহকদের ডিজিটাল প্ল্যাটফর্মে আরও সাবলীল করে তোলা৷ অনেক সময় দেখা যায়, ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করতে ভয় পান সাধারণ গ্রাহকরা৷ লম্বা ও জটিল পাসওয়ার্ড, বিরক্তিকর দীর্ঘ সিকিউরিটি ভেরিফিকেশনের ভয়ে তাঁরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে চান না, জানাচ্ছেন ইন্ডাসইন্ড ব্যাঙ্কের হেড অফ কনজিউমার ব্যাঙ্কিং সুমন্ত কাঠপালিয়া৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.