Advertisement
Advertisement

Breaking News

ব্যাঙ্কিং অ্যাপে আর লাগবে না পাসওয়ার্ড!

ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি ব্যবহার করে টাকা ট্রান্সফার করুন অ্যাপ মারফত!

Biometrics, the collection and use of biological data and behavioural characteristics, could be the next big leap in the world of financial service
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 13, 2016 4:37 pm
  • Updated:July 13, 2016 4:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে টাকা তোলা বা জমা দেওয়ার দিন বেশ কয়েক বছর আগেই শেষ হয়ে গিয়েছে৷ এসে গিয়েছে মোবাইল ব্যাঙ্কিং৷ বাড়িতে বসেই মোবাইল স্ক্রিনে কয়েকটি পাসওয়ার্ড মারফত ব্যাঙ্ক থেকে টাকা তোলা বা জমা দেওয়া যায়৷ এবার পাসওয়ার্ড সিস্টেম পাল্টে শুধুমাত্র আঙুলের ছোঁয়ায় সম্ভব হবে টাকা লেনদেন৷ কয়েকটি বেসরকারি ব্যাঙ্কের মোবাইল অ্যাপে যুক্ত হচ্ছে নয়া ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি৷ অতএব ‘RIP পাসওয়ার্ড’৷

কিন্তু হঠাৎ পাসওয়ার্ড সিস্টেমকে ‘গুডবাই’ জানানো হচ্ছে কেন?

Advertisement

ব্যাঙ্কিং বিশেষজ্ঞরা দুটি যুক্তি দিচ্ছেন৷ এক, পাসওয়ার্ড মনে রাখাটা একটা ঝক্কি৷ দ্বিতীয়ত, এক শ্রেণির অসাধু হ্যাকাররা নানাভাবে গ্রাহকদের পাসওয়ার্ড হাতিয়ে টাকা লোপাট করতে হানা দেয় অ্যাপ বা ওয়েবসাইটে৷ ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি চলে আসায় আর কোনওভাবেই গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে টাকা লেনদেন হওয়ার উপায় নেই৷ স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাঙ্ক ও ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ইতিমধ্যেই এই সিস্টেম চালু করে দিয়েছে৷ আইসিআইসিআই ব্যাঙ্ক ও ডিসিবি-ও এই পথেই হাঁটবে দ্রুতই৷ ডিসিবি বেঙ্গালুরুতে বায়োমেট্রিক এটিএম মেশিন চালু করেছে৷ যেখানে পিন নম্বর বা এটিএম কার্ড ছাড়াও বুড়ো আঙুলের ছাপের সাহায্যে টাকা তোলা যায়৷

নয়া সিস্টেম চালুর আরও একটি লক্ষ্য হল গ্রাহকদের ডিজিটাল প্ল্যাটফর্মে আরও সাবলীল করে তোলা৷ অনেক সময় দেখা যায়, ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করতে ভয় পান সাধারণ গ্রাহকরা৷ লম্বা ও জটিল পাসওয়ার্ড, বিরক্তিকর দীর্ঘ সিকিউরিটি ভেরিফিকেশনের ভয়ে তাঁরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে চান না, জানাচ্ছেন ইন্ডাসইন্ড ব্যাঙ্কের হেড অফ কনজিউমার ব্যাঙ্কিং সুমন্ত কাঠপালিয়া৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement