Advertisement
Advertisement

Breaking News

তৃণমূলে যোগ মানস ভুঁইয়ার ভাই বিকাশের

মানস ভুঁইয়ার তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা বাড়ল৷

Bikash Bhuniya, West Midnapore District President of Congress, joins Trinamool along with several other Congress leaders
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 25, 2016 5:37 pm
  • Updated:August 25, 2016 5:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ির পর এবার ভাঙন পশ্চিম মেদিনীপুরে৷ সবংয়ে বড়সড় ধস নামিয়ে বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি বিকাশ ভুঁইয়া৷ তিনি সবংয়ের কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়ার ভাই৷ এদিন তাঁর সঙ্গেই তৃণমূলে যোগ দিলেন সবং ব্লক কংগ্রেসের সভাপতি অমল পন্ডা ও ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক আবু কালাম বক্স৷

বিকাশ ভুঁইয়ার হাতে দলীয় পতাকা তুলে দেন সর্বভারতীয় যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ছিলেন মুকুল রায়ের মতো তৃণমূলের প্রথম সারির নেতারা৷ সবং পঞ্চায়েত সমিতির ২৩ জন কংগ্রেস সদস্য তৃণমূলে যোগদান করায় পঞ্চায়েত সমিতির দখল নিল তৃণমূল৷ এদিন একই সঙ্গে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতিরও দখল নিল তৃণমূল। ১৪ জন বাম ও ৩ জন কংগ্রেস সদস্য বৃহস্পতিবার যোগ দিলেন তৃণমূলে৷ শিলিগুড়ি পুরনিগমের এক কাউন্সিলর ফরওয়ার্ড ব্লক ছেড়ে যোগ দিলেন তৃণমূলে৷ বিকাশ ভুঁইয়া তৃণমূলে যোগ দেওয়ায় সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়ার তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা আরও বাড়ল৷ এ বিষয়ে অভিষেক বন্দ্যপাধ্যাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে উন্নয়নের শরিক হতে চান, তাঁরা তৃণমূলে স্বাগত৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement