সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগে পাকিস্তানে বিরাট কোহলির এক ভক্ত ক্রিকেট ম্যাচে ভারতের জয়ের খুশিতে নিজের বাড়ির ছাদে ভারতের জাতীয় পতাকা রেখেছিলেন৷ ফলস্বরূপ বিরাটের সেই ‘বিরাট’ ভক্তকে জেলবন্দি করেছিল পাক প্রশাসন৷ কিন্তু এবার প্রায় একই ঘটনা ঘটল ভারতে৷ বিহারের নালন্দা জেলায় এক গৃহস্থের বাড়িতে উড়তে দেখা গলে পাকিস্তানের পতাকা৷ সবুজ কাপড়ে চাঁদ এবং তারার ছবি স্থানীয় খবরের চ্যানেলে দেখে যেতেই ঘটনা ঘিরে বিতর্কের সৃষ্টি হয়৷
আনোয়ারুল হকের বাড়িতে পাকিস্তানের পতাকা দেখা যাওয়ার ঘটনায় বৃহস্পতিবার বিহারজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে দেখে নালন্দা জেলার সাব ডিভিশনাল অফিসার সুধীর কুমার তৎক্ষনাৎ সেখানে ছুটে যান৷ আনোয়ারুলের থেকে সেই পতাকা কেড়ে নেওয়া হলেও তাঁর বিরুদ্ধে কোনওরকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি৷
আনোয়ারুলের কন্যা শাবানা আনোয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “কোনওরকম খারাপ মতলবে এই পতাকা বাড়িতে লাগানো হয়নি৷ শুধুমাত্র মহরম উৎযাপনের খুশিতে এই পতাকা ওড়ানো হয়েছিল৷”
যদিও এই ঘটনায় দেশ বিরোধিতার গন্ধ পাচ্ছেন হিন্দুস্থানি আওয়াম মোর্চা৷ মোর্চার মুখপাত্র জানিয়েছেন, “কিছু মানুষ বিহারকেও কাশ্মীর বানানোর চেষ্টায় মেতে উঠেছেন৷ তাঁদের এই চেষ্টা বন্ধ করতে কেন্দ্রকে কঠোর ভূমিকা পালন করতে হবে৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.