সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরুণাচলে বড় ধাক্কা বিজেপি সরকারের৷ রাজ্যের রাষ্ট্রপতি শাসনকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে কংগ্রেসকে পুনরায় শাসনভার সামলানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ দেশের সর্বোচ্চ আদালতের এই ‘ঐতিহাসিক’ রায়ে ফের অরুণাচলের মসনদে বসতে চলেছেন কংগ্রেসের নাবাম টুকি৷
গত বছরের ডিসেম্বর মাস থেকেই অরুণাচলের রাজ্য রাজনীতিতে টালমাটাল অবস্থা৷ বিধানসভার ৪৭ জন কংগ্রেস বিধায়কের মধ্যে ২১ জনই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন৷ এর মধ্যেই রাজ্যপাল জ্যোতিপ্রকাশ রাজখোয়া বিধানসভার অধিবেশন ১৪ জানুয়ারির পরিবর্তে ২০১৫ সালে ১৬ ডিসেম্বরে এগিয়ে আনেন৷ বিদ্রোহীদের বিরোধিতায় ভেঙে যায় অরুণাচলের কংগ্রেস সরকার এবং স্থাপিত হয় রাষ্ট্রপতি শাসন৷ ফেব্রুয়ারি মাসে ১৮ জন বিদ্রোহী বিধায়ক ও ১১ বিজেপি বিধায়কের সমর্থনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন কালিখো পুল৷
এর বিরুদ্ধেই দেশের সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন নাবাম টুকি৷ সেই মামলার পরিপ্রেক্ষিতেই আজ রাজ্যপালের বিধানসভা অধিবেশন এগিয়ে আনার ঘটনাকে ‘অসাংবিধানিক’ বলে আখ্যা দেন শীর্ষ আদালতের পাঁচ সদস্যের বেঞ্চ৷ সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব৷
অরুণাচলে সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তে জাতীয় রাজনীতিতে নতুন অক্সিজেন পেল কংগ্রেস৷ উল্টোদিকে, বিজেপিকে একটু হলেও ব্যাকফুটে ঠেলে দিল৷ এর ফলে গণতন্ত্রের পথ সুগম হবে বলে মনে করেন নাবাম৷ টুইটারে সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী লেখেন, “সুপ্রিম কোর্টকে ধন্যবাদ প্রধানমন্ত্রীকে গণতন্ত্রের ব্যাখ্যা দেওয়ার জন্য৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.