Advertisement
Advertisement

Breaking News

ডেঙ্গু মোকাবিলায় সল্টলেকের স্কুলে স্কুলে বিশেষ বাহিনী

স্কুলগুলিকে বাড়তি উদ্যোগ নেওয়ার নির্দেশ৷

Bidhannagar Municipal Corporation will inspect all the schools in Salt Lake next week to take stock of their preparedness to fight diseases spread by mosquito.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 6, 2016 1:20 pm
  • Updated:August 6, 2016 1:20 pm  

স্টাফ রিপোর্টার: বিধাননগর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এবার বিশেষ বাহিনী তৈরিতে উদ্যোগী হল নিগম কর্তৃপক্ষ৷ ৪১টি ওয়ার্ডেই প্রশিক্ষিত কর্মীদের একটি বিশেষ টিম তৈরি হবে৷ তার জন্যে অতিরিক্ত অস্থায়ী কর্মী নিয়োগে সবুজ সংকেত দিয়েছেন জেলাশাসক অন্তরা আচার্য৷ শুক্রবার বিধাননগরে পুরনিগম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন জেলাশাসক৷ সেই বৈঠকেই এই সিদ্ধান্ত হয়৷ পরে তিনি বলেন, “বিধাননগর পুরনিগম ডেঙ্গু প্রতিরোধে অতিরিক্ত কর্মী চেয়েছে৷ তা দেওয়া হবে৷

একই সঙ্গে পুর নিগমের বেশকিছু দফতরের কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে এই কাজে নিযুক্ত করা হবে৷ পাশাপাশি কিছু সরঞ্জাম চাওয়া হয়েছে পুরনিগমের তরফে, তাও শীঘ্রই দেওয়া হবে বলে জানিয়েছেন জেলাশাসক৷ একই সঙ্গে ডেঙ্গু মোকাবিলার জন্য সচেতনতা গড়ে তুলতে পুরনিগমকে উদ্যোগী হওয়ার নির্দেশও দেন তিনি৷” অন্যদিকে স্কুলগুলিকে বাড়তি উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে৷ এদিন সল্টলেকের বেসরকারি স্কুলের সঙ্গে বৈঠকে বসেন জেলাশাসক, মেয়র সব্যসাচী দত্ত ও বিধায়ক সুজিত বসু৷ ছিলেন পুরনিগমের চেয়ারম্যান কৃষ্ণা চক্রবর্তী, কমিশনার অলোকেশ প্রসাদ রায় ও কাউন্সিলররা৷ সল্টলেকের বাইরে রাজারহাটের ১০৮টি স্কুলের সঙ্গে বৈঠকে বসে পুর নিগমের স্বাস্থ্য ও শিক্ষার মেয়র পারিষদরা৷ এই বৈঠকের নেতৃত্বে ছিলেন বিধাননগর পুরনিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়৷ সেখানে ডেঙ্গুর লার্ভা প্রতিরোধে কী করণীয় ও কীভাবে সচেতনতা গড়ে তুলতে হবে তা নিয়ে মতামত দিয়েছেন৷

Advertisement

অন্যদিকে ডেঙ্গুতে ছাত্রমৃত্যুর পর সল্টলেকের ভারতীয় বিদ্যাভবন স্কুল খোলা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা বহাল রইল শুক্রবারও৷ সাফাই অভিযান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে বলে আগেই কর্তৃপক্ষের তরফে জানিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল স্কুল৷ এদিন ঠিক হয়েছে, আগামী মঙ্গলবার ভারতীয় বিদ্যাভবন স্কুলে পরিদর্শনে যাবে বিধাননগর পুর নিগমের আধিকারিকরা৷ সেখানকার পরিস্থিতি ও সাফাইয়ের বর্তমান রিপোর্ট হাতে পাওয়ার পরেই স্কুল কর্তৃপক্ষকে তা জানানো হবে৷ তবে স্কুল খোলার বিষয়টি পুরোপুরি স্কুল কর্তৃপক্ষের উপর নির্ভর করছে বলে এদিন বৈঠক শেষে জানিয়ে দেন জেলাশাসক অন্তরা আচার্য৷ শুক্রবারের বৈঠকে সল্টলেকের সব স্কুল কর্তৃপক্ষকে নিয়মিত সাফাই অভিযান চালানোর পরামর্শও দেওয়া হয়েছে৷ এমনকী পুর স্বাস্থ্য আধিকারিক ও জঞ্জাল সাফাই বিভাগ নিয়মিত প্রতিটি স্কুলে পরিদর্শন করবে বলে ঠিক হয়েছে বৈঠকে৷ মেয়র সব্যসাচী দত্ত জানিয়েছেন, “ডেঙ্গু প্রতিরোধে বহু কেন্দ্রীয় ও রাজ্য সরকারি এলাকায় পুর নিগম কর্তৃপক্ষ ঢুকতে বাধা পাচ্ছে৷ এসব ক্ষেত্রে ডিএম হস্তক্ষেপ করবেন বলে জানিয়েছেন৷” এদিন সকালে ভারতীয় বিদ্যাভবন স্কুলের সামনে জমায়েত করেন প্রায় শতাধিক অভিভাবক৷ সাড়ে আটটা নাগাদ অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসেন স্কুলের প্রধান শিক্ষিকা রেখা বৈশ্য৷ ছিলেন অধিকর্তা কে এস সুব্রহ্মণ্যমও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement