Advertisement
Advertisement

চলন্ত গাড়িতে ছাত্রকে গণধর্ষণ, ফেলে দেওয়া হল মাঠে

নির্যাতিতর পরিবারের অভিযোগ, পুলিশ এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ গোটা বিষয়টিকে চাপা দেওয়ার চেষ্টা করছে আর তাই নানাভাবে তাঁকে ভুল প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে৷

BHU male student gangraped by 5
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 24, 2016 6:26 pm
  • Updated:August 24, 2016 6:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন নৃশংস ধর্ষণকাণ্ডে বারবারই নির্যাতিতদের তালিকায় উঠে এসেছে মহিলাদের নাম৷ এবার পুরুষরাও বাদ গেল না সেই অত্যাচার থেকে৷ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচজনের বিরুদ্ধে৷ দু’সপ্তাহ আগে হিন্দি বিভাগের স্নাতকোত্তর প্রথমবর্ষের ছাত্রকে পাঁচ ব্যক্তি ধর্ষণ করে৷

জানা গিয়েছে, হাসপাতাল থেকে মেডিক্যাল রিপোর্ট নিয়ে ফেরার পথে পাঁচ ব্যক্তি তাঁকে গাড়িতে তুলে জোর করে মদ খাওয়ায় এবং ধর্ষণ করে৷ চলন্ত গাড়িতে তাঁকে ধর্ষণ করে, খোলা মাঠের উপর ফেলে দিয়ে চম্পট দেয় অভিযুক্তরা৷

Advertisement

ঘটনার পরেই শমীক (নাম পরিবর্তিত) পুলিশের কাছে ১০০ ডায়াল করে অভিযোগ জানান৷ কিন্তু প্রাথমিকভাবে পুলিশ অভিযোগের ভিত্তিতে কোনওরকম পদক্ষেপ গ্রহণ করেনি বলে তাঁর পরিবারের তরফে অভিযোগ৷

ঘটনার চারদিন পরে পুলিশ শমীকের অভিযোগ নেয়৷ প্রথমটায় তারা ওই তাঁর অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দেয়৷ কিন্তু পরবর্তী সময়ে তাঁর পরিবারের তরফ থেকে বারবার অনুরোধ করা হলে অভিযোগ গ্রহণ করা হয়৷

নির্যাতিত জানিয়েছেন, প্রথমবার মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের অভিযোগ সত্যি প্রমাণ হওয়ার পরেও দ্বিতীয়বার তাঁকে মেডিক্যাল টেস্ট করাতে বাধ্য করা হয়৷

নির্যাতিতর পরিবারের অভিযোগ, পুলিশ এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ গোটা বিষয়টিকে চাপা দেওয়ার চেষ্টা করছে আর তাই নানাভাবে তাঁকে ভুল প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে৷

নির্যাতিতর পরিবারের দাবি, গোটা ঘটনায় তিনি খুবই ভেঙে পড়েছেন৷ এরপরে পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের সাহায্য না পেলে তাঁকে বাঁচিয়ে রাখা যাবে না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement