সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারিবারিক অশান্তির মাঝে এসে পরেছিলেন শাশুড়ি৷ তাই শাস্তি হিসাবে কপালে জুটল মৃত্যু৷ জামাইয়ের ছুরির আঘাতে মৃত্যু হল তাঁর৷
মঙ্গলবার বেঙ্গালুরুর কেব্বাহাল্লিতে নাগরাজ নায়েক শাশুড়িকে চুরি দিয়ে কুপিয়ে হত্যা করল৷ ঘটনার পর থেকেই সে ফেরার৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
জানা গিয়েছে, নাগরাজ এবং তার স্ত্রী সুমলতার দাম্পত্য জীবন সুখের ছিল না৷ পাঁচ বছর আগে দু’জনের বিয়ে হলেও, নাগরাজ বারংবার স্ত্রী’র সততা নিয়ে প্রশ্ন তুলত৷ পারিবারিক অশান্তিও ছিল চরম৷ মঙ্গলবারও এমনই ঝগড়ায় জড়িয়ে পরেছিলেন এই দম্পতি৷ অশান্তির খবর পেয়ে সুমলতার মা মঞ্জুলা মেয়ের বাড়িতে ছুটে আসেন৷ ততক্ষণে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে উঠেছে৷ চুরি নিয়ে নাগরাজ স্ত্রীকে আক্রমণ করতে গেলে বাধা হয়ে দাঁড়ান মঞ্জুলা৷ আর তখনই নাগরাজ শাশুড়ির পেতে ছুরি দিয়ে আঘাত করে৷
প্রায় সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান মঞ্জুলা৷ পরিস্থিতি গোলমেলে বুঝে তখনই বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে পালিয়ে যায় নাগরাজ৷ পরে সুমলতার আর্তনাদ শুনে প্রতিবেশীরা দু’জনকে উদ্ধার করেন৷ দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় মঞ্জুলাকে৷ কিন্তু সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
সুমলতার অভিযোগের ভিত্তিতে পুলিশ নাগরাজের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে৷ তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.