সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে বন্যা পরিস্থিতির মোকাবিলায় সমস্ত জেলাকে তৈরি থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী রাজ্যের বন্যাপ্রবণ জেলাগুলিকে সবরকম পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি থাকতে বলেছেন তিনি৷ সেচ দফতরকে ২৪ ঘণ্টা নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ একইসঙ্গে মশাবাহিত রোগ নিয়েও প্রশাসনকে সতর্ক থাকতে বললেন মুখ্যমন্ত্রী৷
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে৷ আগামী ২৪-৪৮ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা৷ সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে৷ রাজ্যের উপকূলবর্তী এলাকা বিশেষ করে সুন্দরবনের কিছু এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি হয়েছে৷ উপকূল এলাকায় মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে৷ দিঘা, মন্দারমণি, শঙ্করপুর বা তাজপুরের মতো সমুদ্র সৈকতে যাঁরা বেড়াতে গিয়েছেন তাঁদেরও সতর্ক করা হয়েছে৷ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও৷ ঝাড়খণ্ডে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের জেরেও বৃষ্টি হতে পারে৷ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস আছে৷
নয়াদিল্লির মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ সাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে৷ ক্রমশ তা ঘূর্ণাবর্তের চেহারা নিলে ওড়িশা, অন্ধ্র ও এরাজ্যের উপকূলে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.