Advertisement
Advertisement

Breaking News

ফ্রান্সে ভয়াবহ জঙ্গি হামলায় মৃত অন্তত ৮০

মৃত অন্তত ৮০, আহত ১৩০ জনেরও বেশি৷

Bastille Day truck attack in France, Nice: Death toll rises to 75
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 15, 2016 8:49 am
  • Updated:July 15, 2016 8:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিসের পর এবার ফ্রান্সের নিসে ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যুমিছিল৷ জাতীয় দিবসের অনুষ্ঠান চলাকালীন এক হামলাকারী অস্ত্রবোঝাই ট্রাক নিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পিষে দিল কয়েকশো মানুষকে৷ মৃত অন্তত ৮০, আহত ১৩০ জনেরও বেশি৷ আহতদের মধ্যে অধিকাংশই শিশু বলে সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর৷

স্থানীয় সংবাদ চ্যানেলের দাবি, বাস্তিল দিবস উপলক্ষ্যে নিসে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন আতসবাজির প্রদর্শনী অনুষ্ঠানে৷ সেই সময় আচমকাই আততায়ী একটি ট্রাক নিয়ে সমুদ্রের ধারের রাস্তায় ভিড়ের মধ্যে ঢুকে পড়ে৷ ট্রাকের নিচে চাপা পড়ে মাটিতে লুটিয়ে পড়েন অনেকে৷ ভিড়ের মধ্যে ট্রাকটিকে প্রায় ২ কিলোমিটার চালিয়ে নিয়ে যায় ওই হামলাকারী৷ ট্রাকে বারুদ ও গ্রেনেড ঠাসা ছিল বলে জানিয়েছে পুলিশ৷ হামলাকারীর ফিদায়েঁ বিস্ফোরণের পরিকল্পনা ছিল, অনুমান পুলিশের৷ ট্রাকের চালককে গুলি করে নিকেশ করেছে ফ্রান্সের সন্ত্রাস বিরোধী বাহিনী৷ হামলাকারীর পরিচয় এখনও স্পষ্ট নয়৷ তার মৃতদেহে তল্লাশি চালিয়ে তিউনিশিয়ার পরিচয়পত্র পাওয়া গিয়েছে বলে অসমর্থিত সূত্রে খবর৷ কোনও জঙ্গি সংগঠন এখনও এই হামলার দায় স্বীকার করেনি৷ ফ্রান্সজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷

Advertisement

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ হামলার ঘটনায় তীব্র নিন্দা করে বলেছেন, “সন্ত্রাসের চরম রূপ দেখেছে ফ্রান্স৷ যে কোনও মূল্যে জঙ্গিদের রুখতে আমরা বদ্ধপরিকর৷” আগামী তিন মাস ফ্রান্সের স্টেট অফ এমার্জেন্সি জারি করেছেন তিনি৷ এই হামলাকে জঙ্গি হামলা বলে বিবৃতি জারি করেছে প্রশাসন৷ চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর৷ এদিনের হামলায় কোনও ভারতীয় মৃত্যু হয়নি বলে এক টুইটে জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ৷ প্যারিসে ভারতীয় দূতাবাসে যোগাযোগের নম্বরটি হল- +৩৩-১-৪০৫০৭০৭০৷ নিসে বসবাসকারী ভারতীয় সকলেই সুস্থ রয়েছে বলে খবর৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী হামলার নিন্দায় সরব হয়ে টুইট করেছেন৷ মার্কিন প্রেসিডেন্ট পদপার্থী ডোনাল্ড ট্রাম্প এই হামলার নিন্দা করে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছেন৷ হামলায় আক্রান্তদের পাশে রয়েছে ভারত, জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement