Advertisement
Advertisement

বাবার অপমানের বদলা নিতে ইমামকে আক্রমণ কিশোরের

কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ৷

Bareilly boy attacks cleric in mosque for insulting dad
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 15, 2016 6:04 pm
  • Updated:July 15, 2016 6:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবাকে অপমান করার অপরাধে মসজিদের ইমামকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করল কিশোর৷ উত্তরপ্রদেশের বরেলিতে গত বুধবার এই ঘটনাটি ঘটেছে৷ বরেলির নবাবগঞ্জ এলাকার একটি মসজিদে প্রকাশ্যে ওই কিশোর ইমামকে আক্রমণ করে বলে জানা গিয়েছে৷ এই ঘটনায় কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ৷ নিজের দোষ স্বীকার করে সে জানিয়েছে, বাবার অপমানের বদলা নিতেই সে ইমামকে আক্রমণ করেছে৷

যদিও পুলিশের অনুমান এই গোটা ঘটনায় ওই কিশোরের বাবা ছোটনের হাত রয়েছে৷ ছোটনের আদেশেই তাঁর ছেলে ওই ইমামকে আক্রমণ করে বলে পুলিশের অনুমান৷ এই ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে ছোটন৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদের ইমাম ছোটনকে ভরা মসজিদে ছোটনকে অপমান করেন এবং শাস্তি দেন৷ সেই অপমানের বদলা নিতেই ইমামকে হত্যা করার চেষ্টা করে কিশোর!

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement