Advertisement
Advertisement

Breaking News

ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব পড়তে পারে পরিষেবায়

এই ধর্মঘটের ফলে চেক ক্লিয়ারেন্স, ক্যাশ ডিপোজিট ও নগদ টাকা তোলা-সহ বেশ কিছু পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা৷

Bank Strike May Affect Services Through Out The Nation
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 29, 2016 9:14 am
  • Updated:July 29, 2016 9:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টেট ব্যাঙ্ক ও তার সহযোগী ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণের প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়নস (ইউএফবিইউ)৷ ফলে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে৷ সরকারের তরফে ব্যাঙ্কের সংস্কারের ডাক দেওয়ার পরই এই ধর্মঘট৷ ইউএফবিইউ-র আওতায় নয়টি ব্যাঙ্কের প্রায় আট লক্ষ কর্মী ও অফিসার শুক্রবারের এই ধর্মঘটে শামিল হচ্ছেন৷ এই ধর্মঘটের ফলে চেক ক্লিয়ারেন্স, ক্যাশ ডিপোজিট ও নগদ টাকা তোলা-সহ বেশ কিছু পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা৷
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ বেশিরভাগ ব্যাঙ্কই তাদের গ্রাহকদের জানিয়েছে, সরকার প্রস্তাবিত সংস্কারের বিরু‌দ্ধে তাদের প্রতিবাদের কারণেই এই ধর্মঘট৷ গ্রাহক স্বার্থেই এই ধর্মঘট, এমনটাও জানিয়েছে তারা৷ সারা ভারত ব্যাঙ্ক কর্মচারী সংগঠনের (এআইবিইএ) জেনারেল সেক্রেটারি সি এইচ ভেঙ্কটাচালম এদিন বলেন, মুখ্য শ্রম কমিশনারের সঙ্গে বৈঠকে কোনও সদর্থক ফল মেলেনি৷ যদিও সরকার তাদের দাবিগুলি বিবেচনা করলে ইউএফবিইউ ধর্মঘটের বিষয়টি ভেবে দেখত৷ বিদেশি বিনিয়োগ ও এফডিআইয়ের বিরোধিতা করছে যে সংগঠনগুলি তারা কেউই পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ ও বেসকারি মূলধন বৃদ্ধিরও পক্ষপাতী নয় তারা৷ আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির সঙ্গে সমবায় ব্যাঙ্কের সংযুক্তিকরণেরও বিরোধিতা করছে তারা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement