Advertisement
Advertisement

Breaking News

চিনের সাহায্য ছাড়া কোনও যুদ্ধ জেতা অসম্ভব পাকিস্তানের!

রাষ্ট্রসংঘ এবং আন্তর্জাতিক মহলের কাছে তাই বালোচের দাবি, পাকিস্তানকে এই সীমান্ত সন্ত্রাস বন্ধ করতে যেন চাপ দেওয়া হয়৷

Baloch leader Says Islamabad can't win a war without China's help
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 12, 2016 3:38 pm
  • Updated:October 12, 2016 3:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে চিন যাই বলুক না কেন, পাকিস্তানের বড় ভরসা যে চিনই, তা জানতে বাকি নেই আন্তর্জাতিক মহলের৷ এবার সে সুর শোনা গেল বালুচ নেতা তথা স্বাধীনতা সংগ্রামী নায়লা বালোচের কথাতেও৷ নায়লা জানালেন, চিনের সাহায্য ছাড়া পাকিস্তান কোনও দেশের বিরুদ্ধেই যুদ্ধে জিততে পারবে না৷

বালুচ নেতা মোদির সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্তকে পুরোমাত্রায় সমর্থন করেছেন৷ জানিয়েছেন, পাকিস্তান শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদে বিশ্বাস করে না৷ সেই গণতান্ত্রিক পরিবেশই নেই পাকিস্তানে৷ আর তাই পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি লঞ্চপ্যাড ধ্বংস করার সিদ্ধান্তকে তাই সমর্থন করেছেন বালুচ নেতা৷ সেইসঙ্গে তাঁর সাফ কথা, চিনের সাহায্য ছাড়া পাকিস্তান কোনও দেশের বিরুদ্ধেই যুদ্ধ জিততে পারবে না৷ এমনকী বালুচিস্তানের বিরুদ্ধেও নয়৷ বালোচের দাবি, পাকিস্তান ও বালুচিস্তান যদি একা একা লড়াই করে তবে একদিনেই বালুচকে মুক্ত করা সম্ভব হবে৷

Advertisement

রাষ্ট্রসংঘ এবং আন্তর্জাতিক মহলের কাছে তাই বালোচের দাবি, পাকিস্তানকে এই সীমান্ত সন্ত্রাস বন্ধ করতে যেন চাপ দেওয়া হয়৷ মানবাধিকার লঙ্ঘনের কারণেও পাকিস্তানের বিরুদ্ধেও আন্তর্জাতিক মহলকে সরব হওয়ার ডাক দিলেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement