সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে আসাদউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদ-উল মুসলিম, সংক্ষেপে এআইএমআইএম-এর রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করল রাজ্য নির্বাচন কমিশন৷ ফলে মুম্বইয়ের আসন্ন পুরসভা নির্বাচনে এমআইআইএম অংশ নিতে পারবে না৷ বুধবার মহারাষ্ট্র নির্বাচন কমিশন জানিয়েছে, এমআইআইএম প্রয়োজনীয় তথ্যাদি কমিশনে জমা করেনি৷
মহারাষ্ট্র নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কমিটির এক মুখপাত্র বলেছেন, এআইএমআইএম-এর কাছে আয়কর রিটার্ন ও অডিটের কাজগপত্র চেয়ে একাধিকবার নোটিস পাঠানো হয়েছিল৷ কিন্তু তারা তা জমা করেনি৷ সেই কারনেই তাদের অমুমোদন বাতিল করা হয়েছে৷ অবশ্য, শুধু এআইএমআইএম নয়, আরও ১৯১টি দলের অনুমোদন বাতিল করেছে মহারাষ্ট্র নির্বাচন কমিশন৷ এআইএমআইএম-এর অওরঙ্গাবাদের বিধায়ক ইমতিয়াজ জলিল দাবি করেছেন, নির্বাচন কমিশনের দাবিমতো সব তথ্যই জমা করা হয়েছিল৷ গত তিন বছরের আয়কর রিটার্ন জমা করা হয়েছিল৷ এআইএমআইএম-এর অনুমোদন বাতিল করার পিছনে কমিশনের উপর রাজনৈতিক চাপ রয়েছে বলে মনে করা হচ্ছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.