Advertisement
Advertisement

ভুলের প্রায়শ্চিত্তে স্বর্ণমন্দিরে বাসন ধুলেন কেজরিওয়াল!

ভুলের প্রায়শ্চিত্ত করতেই তাঁর এই কাজ৷

arvind-kejriwals-community-service-at-golden-temple-an-apology
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 18, 2016 1:20 pm
  • Updated:August 12, 2021 7:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথায় সাদা রুমাল বাঁধা৷ স্বর্ণমন্দিরের লঙ্গর হলে যে মানুষটি ভলিন্টিয়ারদের সঙ্গে বাসন ধুচ্ছেন তিনি আর কেউ নন, স্বয়ং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ স্বর্ণমন্দিরে আশীর্বাদ চাইতে অনেক নেতা-নেত্রীই উপস্থিত হন৷ কিন্তু কেন আচমকা এমন কাজ করতে গেলেন কেজরিওয়াল? আসলে একটা ভুলের প্রায়শ্চিত্ত করতেই তাঁর এই কাজ৷

কিছুদিন আগেই দলীয় ইস্তেহার প্রকাশের সময় আপের মুখপাত্র সেটিকে শিখদের ধর্মগ্রন্থ গ্রন্থসাহেবের সঙ্গে তুলনা করেন৷ সেই মঞ্চে উপস্থিত ছিলেন কেজরিওয়ালও৷ কিন্তু এ ধরনের তুলনায় বহু শিখ ধর্মাবলম্বী মানুষই মনঃক্ষুণ্ণ হন৷ তাঁদের ধর্মীয় আবেগে আঘাত লেগেছে বলেও খবর আসে আপ সুপ্রিমোর কাছে৷ এমনকী মুখপাত্র আশিস খেতনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়৷ আর এর পরই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েন কেজরিওয়াল৷ স্বর্ণমন্দিরে প্রার্থনা সেরে, স্বেচ্ছাসেবকদের সঙ্গে লঙ্গর হলে নিজের হাতে বাসন ধুয়ে দেন তিনি৷ প্রায় মিনিট ৪৫ মন্দিরে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ নিজের দলের সদস্যের এহেন মন্তব্যের জন্য বারবার ক্ষমা চান তিনি৷ জানান, ধর্মীয় আবেগে আঘাত করে তাঁর দলের নেতা কিছু বলতে চাননি৷ আর সে কারণেই  ক্ষমাও চেয়ে নেন তিনি৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement