Advertisement
Advertisement

Breaking News

মানস ভুঁইয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বিধানসভায় কোনও কমিটির চেয়ারম্যান পদেই আপাতত মানস ভুঁইয়ার নাম নেই৷

arrest warrant against congress mla manas bhuniya
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 4, 2016 3:37 pm
  • Updated:July 4, 2016 3:37 pm  

নিজস্ব সংবাদদাতা: জোড়া হুলে বিদ্ধ বিধায়ক মানস ভুঁইয়া৷ রাজ্য বিধানসভায় প্রধান বিরোধী দল হওয়ার সুবাদে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ পাবেন বলে আশা করেছিলেন৷ কিন্তু সোমবার তাঁর সেই আশায় জল ঢেলে পিএসি-র চেয়ারম্যান পদটি বামেদের জন্য ছেড়ে দিল কংগ্রেস৷ ফলত ক্ষুব্ধ মানসবাবু বিধানসভায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে বললেন, “কংগ্রেসের বামকরণ সম্পূর্ণ হয়েছে৷” এরই মধ্যে দ্বিতীয় আঘাত আসল মেদিনীপুর আদালত থেকে৷ এদিন মেদিনীপুর জেলা আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করল৷ শুধু বিধায়কই নয়, পরোয়ানা জারি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়কের ভাই বিকাশ ভুঁইয়া ও দলের সবং ব্লক সভাপতি অমল পাণ্ডার বিরুদ্ধেও৷

সোমবার সকালে মেদিনীপুর জেলা আদালত এই রায় দিয়েছে৷ উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে সবং কেন্দ্রে ভোটের তিনদিন আগে তৃণমূল নেতা জয়দেব জানা খুন হন৷ সেই ঘটনায় মানসবাবু, বিকাশবাবু, অমলবাবু-সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে অভিযুক্ত করে আদালতের দ্বারস্থ হয়েছিল জয়দেববাবুর পরিবার৷ সেই মামলার গত কয়েক মাস ধরে দফায় দফায় শুনানির পর সোমবার এই রায় দেয় আদালত৷ রায়ের কথা ঘোষণা হতেই পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের তুমুল আলোড়ন সৃষ্টি হয়৷

Advertisement

এদিকে নিজেদের প্রাপ্য আসন বামেদেরকে দিয়ে দিল কংগ্রেস৷ প্রধান বিরোধী দল হিসাবে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি-র চেয়ারম্যানের চেয়ারটি কংগ্রেসের জন্যেই ছিল৷ কিন্তু জোটের স্বার্থ দেখে এই চেয়ারম্যানের পদ বামেদের ছেড়ে দিল কংগ্রেস৷ প্রথমে ঠিক হয়েছিল কংগ্রেস নিজেরাই এই কমিটি ধরে রাখবে৷ কিন্তু জোটের সম্পর্ক ধরে রাখতেই এই পদ ছাড়া বলে মনে করছেন সকলে৷ উল্লেখযোগ্য পিএসি চেয়ারম্যান হিসেবে প্রথমে মানস ভুঁইয়ার নাম আলোচনা হয়েছিল কংগ্রেসের অন্দরে৷ কিন্তু সোমবার এই পদ বামেদের দিয়ে দেওয়ায় কার্যত ‘একঘরে’ করে দেওয়া হল মানস ভুঁইয়াকে৷ বিধানসভায় কোনও কমিটির চেয়ারম্যান পদেই আপাতত মানস ভুঁইয়ার নাম নেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement