Advertisement
Advertisement

পাম্পোরে এখনও অব্যাহত সেনা-জঙ্গি গুলির লড়াই

আজ কম্যান্ডো অভিযান চালানো হতে পারে৷ প্রয়োজনে উড়িয়ে দেওয়া হতে পারে গোটা ভবনটি৷

Army steps up counter attack on militants in Pampore
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 11, 2016 12:19 pm
  • Updated:October 11, 2016 12:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টা পরও পাম্পোরে সেনা-জঙ্গি গুলির লড়াই অব্যাহত৷ পুরো ইডিআই বিল্ডিং ক্যাম্পাস ঘিরে রেখেছে সেনাবাহিনী৷ সোমবার ভোররাতে ক্যাম্পাসে হামলা চালায় জঙ্গিরা৷ জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হয়েছেন দুই সেনা জওয়ান৷ সেনার অনুমান, এখনও ক্যাম্পাসে ২-৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে৷

মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ক্যাম্পাস থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গিয়েছে৷ হস্টেল থেকে ধোঁয়াও বের হতে দেখা গিয়েছে৷ সেনা সূত্রের খবর, আজ কম্যান্ডো অভিযান চালানো হতে পারে৷ প্রয়োজনে পুরো ভবনটিই উড়িয়ে দেওয়া হতে পারে জঙ্গিদের নিকেশ করার জন্য৷

Advertisement

বুরহান ওয়ানির মৃত্যুর পর অশান্ত শ্রীনগরের এই ভবনে কোনও ভারতীয় নাগরিক ছিলেন না বলেই জানিয়েছে পুলিশ৷ সেনা সূত্রে খবর, ইডিআই বিল্ডিং ক্যাম্পাসের ওই ভবনে সকাল সাড়ে ৬ টা নাগাদ ঢোকে জঙ্গিরা। ঝিলম নদী পেরিয়ে তারা নৌকায় চেপে এসেছিল বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে৷ প্রসঙ্গত, গত বছরের ফ্রেবুয়ারি মাসেও এই ভবনটিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা৷ তখন ৪৮ ঘন্টা ধরে চলা অপারেশনের পর জঙ্গিমুক্ত করা গিয়েছিল ভবনটিকে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement