সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক পাক জঙ্গিদের ঘুম কেড়ে নিয়েছে৷ যে কোনও উপায়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতে মরিয়া জঙ্গিরা৷ বিশেষত, দেশজুড়ে উৎসবের মরশুমের সুযোগ নিয়ে বারবার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এ দেশে ঢুকতে তৎপর জঙ্গিরা৷
বুধবারও তার অন্যথা হল না৷ এদিন, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার টাংধার সেক্টরে অনুপ্রবেশের ছক কষছিল জঙ্গিরা৷ কিন্তু জওয়ানরা সেই ছক বানচাল করে দেন৷ সেনা সূত্রে খবর, জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে৷ পুলিশ ও সেনাবাহিনীর সাঁড়াশি আক্রমণে পিছু হঠেছে জঙ্গিরা৷ কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের সীমান্ত এলাকায় প্রায় ২৫০ জন জঙ্গি ভারতে ঢোকার জন্য অপেক্ষা করছে বলে খবর রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে৷ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে৷ যে কোনও সময় যুদ্ধের আশঙ্কায় খালি করে দেওয়া হয়েছে সীমান্তবর্তী গ্রামগুলিকেও৷
অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের পাম্পোরে ইডিআই ভবনে লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে সেনা-পুলিশ যৌথ বাহিনীর গুলির লড়াই চলছে গত ৫০ ঘণ্টা ধরে৷ গতকাল এক জঙ্গির পর আজ আরও এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর সংবাদসংস্থা সূত্রে৷ জঙ্গিদের বিরুদ্ধে প্রায় ৫০টি রকেট, শতাধিক গ্রেনেড ছোড়া হয়েছে৷ গত ফেব্রুয়ারি মাসেও এই একই ভবনে জঙ্গি হামলায় পাঁচ জওয়ান ও এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছিল৷ সেনার গুলিতে নিকেশ হয়েছিল তিন জঙ্গি৷ ভবনের ভিতর বাঙ্কারের মতো নিরাপত্তা ব্যবস্থা থাকায় আগুন লাগলেও জঙ্গিরা নিরাপদে লুকিয়ে থাকতে সক্ষম রয়েছে৷ দীর্ঘমেয়াদী হামলা চালানোর লক্ষ্যে জঙ্গিরা যথেষ্ট খাদ্য ও অস্ত্রশস্ত্র সঙ্গে করে এনেছে৷ সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জওয়ানদের কাছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.