ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মসজিদের লাউডস্পিকার থেকে দেওয়া হচ্ছিল দেশবিরোধী স্লোগান৷ ভেসে আসছিল দেশবিরোধী গানও৷ কাশ্মীরের এক মসজিদে এতটাই প্রকাশ্যে দেশবিরোধী কার্যকলাপ দেখে পদক্ষেপ নিতে বাধ্য হল ভারতীয় সেনা৷
কাশ্মীরে বিছিন্নতাবাদী কার্যকলাপ যে কী মাত্রায় পৌঁছেছে এ ঘটনা যেন তারই নমুনা৷ স্থানীয় সূত্রের খবর, কাশ্মীরের মনিজম এলাকার এক মসজিদে ভোর ভোর কিছু যুবক প্রবেশ করে৷ তারপর মসজিদের লাউডস্পিকার ব্যবহার করে দেশবিরোধী স্লোগান দিতে শুরু করে৷ আজাদ কাশ্মীরই তাদের দাবি, এই মর্মেই স্লোগান দেওয়া হচ্ছিল৷ এমনকী দেশবিরোধী গানও গাওয়া হয়৷ বেশ কিছুক্ষণ ধরে এ ধরনের কাজ চলায় শেষমেশ ধৈর্যের বাঁধ ভাঙে সেনার৷ বাধ্য হয়েই মসজিদের ভিতর প্রবেশ করে সেনা৷ লাউডস্পিকার ভেঙে দিয়ে দেশবিরোধী স্লোগান দেওয়া রুখে দিল তাঁরা৷ কিন্তু এহেন কাণ্ডে অভিযুক্ত যুবকদের আটকাতে গেলে স্থানীয় বেশ কিছু মানুষ এসে বাধা দেওয়ার চেষ্টা করেন৷ তখন সেনার সঙ্গে তাঁদের একরকম খণ্ডযুদ্ধ বাধে৷ ঘটনায় আহত হন বেশ কয়েকজন৷
কাশ্মীরে বিছিন্নতাবাদী কার্যকলাপ নিয়ে চিন্তিত প্রশাসন৷ তবে তা যে কতটা লাগামছাড়া এ ঘটনাই তারই প্রমাণ দিল৷ এদিকে এই ধরনের কার্যকলাপের পিছনে আইসিস জঙ্গিদেরও হাত আছে বলে মনে করছে বিজেপির এক সহযোগী দল৷ মসজিদকে দেশবিরোধী স্লোগান দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করার নমুমা দেখে সে আশঙ্কাই দৃঢ় হচ্ছে বিভিন্ন মহলে৷
কাশ্মীর সংক্রান্ত আরও খবর:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.