Advertisement
Advertisement

পাম্পোরে খতম আরও এক জঙ্গি

ভবনটির আকার বাঙ্কারের মতো হওয়ায় জঙ্গিরা বিশেষ সুবিধা পেয়ে যাচ্ছে বলে মনে করছে সেনা৷

Another Terrorist Killed in Pampore Building
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 12, 2016 12:36 pm
  • Updated:October 12, 2016 12:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ৫০ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে লড়াই৷ পাম্পোরে সরকারি ভবনকে জঙ্গিমুক্ত করতে অভিযান জারি রেখেছে ভারতীয় সেনা৷ সেনা সূত্রে খবর, বুধবার আরও এক জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে৷

১০ অক্টোবর সন্ধ্যায় ইডিআই ভবন দখল করে জঙ্গিরা৷ কাশ্মীরি ছাত্রদের ভোকেশনাল ট্রেনিং দেওয়া এই প্রতিষ্ঠান সাম্প্রতিক অস্থিরতার কারণে বন্ধই ছিল৷ সেই সুযোগেই জঙ্গিরা ভবনটির দখল নেয়৷

Advertisement

সেনা-জঙ্গি সংঘর্ষে প্রথমে এক জঙ্গি আহত হয়৷ তবে মঙ্গলবারই এক জঙ্গির মৃত্যু হয়েছিল বলে জানায় সেনা৷ প্রথমে মনে করা হয়েছিল, তিন জঙ্গিই প্রাণ হারিয়েছে৷ কিন্তু পরে দেখা যায়, ভিতর থেকে জঙ্গিরা ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে৷ কেন জঙ্গি নিকেশে এতটা সময় লাগছে তার ব্যাখ্যা দিয়ে সেনা জানিয়েছে, ভবনটির আকার বাঙ্কারের মতো হওয়ায় জঙ্গিরা বিশেষ সুবিধা পেয়ে যাচ্ছে বলে মনে করছে সেনা৷ জঙ্গিরা প্রচুর অস্তশস্ত্র মজুত করে রেখেছে বলেই অনুমান সেনার৷ ফলে কড়া লড়াই লড়তে হচ্ছে জওয়ানদের৷ গোটা ভবনে আগুল জ্বললেও বেরিয়ে আসছে না জঙ্গিরা৷ যদিও সেনার অভিযানে খামতি নেই৷ লাগাতার গোলাগুলি চলছে জঙ্গিদের লক্ষ্য করে৷ ভবনটির প্রায় পুরোটাই ক্ষতিগ্রস্ত হলেও এখনও এক জঙ্গি জীবিত অবস্থায় আছে৷ ভবনকে জঙ্গিমুক্ত করতে জোর তল্লাশি চালাচ্ছে সেনা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement