Advertisement
Advertisement

শহিদদের জন্য গাইছেন না, জানালেন বিগ বি

জন্মদিনের সংবাদিক বৈঠকে এড়িয়ে গেলেন পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার প্রসঙ্গও৷

Amitabh says, didn’t signed Up To Sing Tribute about Uri Soldiers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 11, 2016 1:38 pm
  • Updated:January 11, 2021 5:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল: ৭৪তম জন্মদিনে নিজেকে বিতর্ক থেকে দূরেই রাখলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন৷ জানিয়ে দিলেন, উরি হামলায় নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কোনও গান গাইছেন না তিনি৷ এক সাংসদ প্রস্তাব দিয়েছিলেন বটে, তবে তা পাওয়া মাত্রই নাকচ করে দিয়েছেন বিগ বি৷ অবশ্য উরি হামলায় নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি৷

জন্মদিনে পাক শিল্পীদের ভারতে কাজ করা নিয়ে মন্তব্য করতে নারাজ সিনিয়র বচ্চন৷ তবে দেশের অন্যান্য বাসিন্দাদের মতোই সীমান্তের অশান্তি নিয়ে চিন্তিত তিনিও৷ এদিন সাংবাদিকদের তিনি বলেন, দেশবাসীর উচিত এখন সংহতি বজায় রাখা৷ দেশের জন্য সীমান্তে যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের জন্য একসঙ্গে প্রার্থনা করা৷

Advertisement

সারা জীবন কাজ করে গিয়েছেন৷ মানুষকে আনন্দ দিয়েছেন৷ নিজেও প্রচুর ভালবাসা পেয়েছেন, আজও পাচ্ছেন৷ তাই জীবনের শেষ দিন পর্যন্ত কাজই করে যেতে চান বলিউডের সত্তরোর্ধ্ব ‘অ্যাংরি ইয়ং ম্যান’৷ চান জীবন আরও চ্যালেঞ্জিং হোক৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement